জনপ্রিয় মেসেজিং অ্যাপ নতুন এক ফিচার নিয়ে আসছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের জন্য ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। এই সুবিধা আপাতত শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েবে পাওয়া যাবে।
ওয়েবেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীরা ইউজারনেম তৈরি করে নাম্বার ছাড়াই ব্যবহার করতে পারবেন।
জানা গেছে, ফিচারটি চালু হলে ব্যবহারকারীর নাম এবং যোগাযোগ নাম্বার বিনিময় ছাড়াই বিভিন্ন ব্যক্তির সঙ্গে চ্যাট করা সম্ভব হবে। হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনের মাধ্যমে এটি ব্যবহার করা যাবে। ফিচারটি এখনও ডেভেলপ করা হচ্ছে।
মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ তার ডিজাইনে আমূল পরিবর্তন নিয়ে আসছে। হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনেও একটি নতুন ইন্টারফেস প্রদর্শন করবে।
গণমাধ্যমগুলো বলছে, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার চালু করার কথা বিবেচনা করছে যা ব্যবহারকারীদের অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো ব্যবহারকারীকে ইউনিক ইউজারনেম তৈরি করার অনুমতি দেবে। এই আসন্ন ফিচার ব্যবহারকারীদের পছন্দমত নাম নির্বাচন করার অনুমতি দেবে, যতক্ষণ না এটি অন্য ব্যবহারকারী নিয়েছেন।
ব্যবহারকারীরা একটি অনন্য ইউজারনেম নির্বাচন করতে সক্ষম হবেন। এই পদ্ধতি গোপনীয়তাকে অগ্রাধিকার দেবে। তবে ব্যবহারকারী নাম সেট করলেও, যাদের কাছে ইতোমধ্যেই ব্যবহারকারীর ফোন নম্বর রয়েছে তারা এখনও ব্যবহারকারীকে খুঁজে পেতে এবং যোগাযোগ করতে সক্ষম হবেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ