গতকাল বৃহস্পতিবার রাতে চ্যাটজিপিটি ব্যবহার করতে সমস্যায় পড়েন অনেক ব্যবহারকারী। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি এই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটটি প্রায় ৪৩ মিনিট ধরে বন্ধ ছিল। রাত ৮টা ৪০ মিনিট থেকে ৯টা ২৩ মিনিট পর্যন্ত চ্যাটজিপিটির এপিআই কোনো অনুরোধ অনুযায়ী কাজ করেনি, যা চ্যাটজিপিটির অন্যান্য কার্যক্রমেও প্রভাব ফেলে।
চ্যাটজিপিটি ব্যবহার করতে না পেরে অনেক ব্যবহারকারী সাবেক টুইটার (বর্তমান এক্স) সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করেন। ডাউনডিটেক্টর জানিয়েছে, চ্যাটজিপিটির কার্যক্রমে সমস্যা হওয়ার বিষয়ে ৪৭০টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৮০ শতাংশই চ্যাটজিপিটিসংক্রান্ত ছিল।
এর আগেও, গত জুন মাসে চ্যাটজিপিটি হঠাৎ করে কারিগরি ত্রুটির কারণে বিশ্বজুড়ে প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ ছিল। তবে, গতকাল চ্যাটজিপিটির কার্যক্রম বন্ধ থাকার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা সমস্যাটির কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল