বিশেষ পোর্টেবল বা বহনযোগ্য সৌর প্যানেল তৈরি করছেন গবেষকরা। যা দিয়ে ডিভাইস চার্জিংয়ের মতো কাজ করা যাবে।
পেরোভস্কাইট খনিজ উপাদান থেকে তৈরি করা হয়েছে এই সৌর প্যানেল। অতি পাতলা এই সৌর প্যানেল তৈরি করছেন ‘ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড’-এর ‘ন্যাশনাল থিন-ফিল্ম ক্লাস্টার ফ্যাসিলিটি বা এনটিসিএফ ফর অ্যাডভান্সড ফাংশনাল ম্যাটিরিয়ালস’ বিভাগের বিজ্ঞানীরা।
পেরোভস্কাইট হচ্ছে স্ফটিক কাঠামো, যা ক্যালসিয়াম টাইটানিয়াম অক্সাইড (CaTiO3) নিয়ে গঠিত।
গবেষকদের দাবি, সিলিকনের বদলে তুলনামূলক সাশ্রয়ী, আরও কার্যকর এবং ছোট আকারে তৈরি করা যেতে পারে পেরোভস্কাইট উপাদান থেকে তৈরি এসব সৌর প্যানেল।
এসব পোর্টেবল সৌর প্যানেল হবে তারহীন এবং এগুলো সরাসরি কোনও ডিভাইসে আটকে থাকবে। ফলে এদের ওপর এসে পড়া যে কোনও আলো এরা শোষণ করবে ও তা শক্তিতে রূপান্তর করবে।
বিডি প্রতিদিন/নাজমুল