হোয়াটসঅ্যাপে নতুন একটি সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটা, যা ব্যবহারকারীদের জন্য চ্যাটবট ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মার্ট করবে। এই নতুন সুবিধার নাম দেওয়া হয়েছে ‘মেমোরি সেকশন’ যা ব্যবহারকারীর বিভিন্ন প্রম্পট ও প্রশ্নের উত্তর সংরক্ষণ করে রাখবে। এটি মূলত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৪.২২.৯ সংস্করণে পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো।
নতুন এই ফিচার ব্যবহারকারীদের সুবিধার্থে মেটা এআই ট্যাবে যুক্ত থাকবে। এখানে বিভিন্ন প্রশ্নের পুরোনো উত্তরগুলো মেমোরি সেকশনে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে ব্যবহারকারীর প্রশ্নের পরিপ্রেক্ষিতে আরও নির্ভুল ও প্রাসঙ্গিক উত্তর দিতে সাহায্য করবে।
এই ফিচারটি চ্যাটবটের বুদ্ধিমত্তা বাড়াবে, যার ফলে একই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার সময় এআই চ্যাটবট ব্যবহারকারীর আগের তথ্য বিবেচনা করে আরও মানসম্পন্ন উত্তর দিতে পারবে। যদিও এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, আশা করা হচ্ছে, শিগগিরই হোয়াটসঅ্যাপের পরবর্তী সংস্করণে এই সুবিধা উন্মুক্ত হবে।
মেটা গত এপ্রিলে ঘোষণা দেয় যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে তাদের তৈরি এআই চ্যাটবট যুক্ত করা হবে। এই চ্যাটবট বিনা মূল্যে ব্যবহারযোগ্য এবং বার্তা আদান-প্রদানের পাশাপাশি গুগল ও বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইন্টারনেট থেকে যেকোনো তথ্য সংগ্রহ করতে সক্ষম। দ্রুত কৃত্রিম ছবি তৈরি এবং অ্যানিমেশন ও জিআইএফ ফরম্যাটে ছবি রূপান্তরও করা যায় এর মাধ্যমে। যদিও মেটার এআই চ্যাটবটটি এখনও সব দেশে উন্মুক্ত করা হয়নি, এই নতুন ফিচারের মাধ্যমে এটি আরও জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল