সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় ফেসবুকের পরে শীর্ষে আছে ইলন মাস্কের ‘এক্স’। এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের নতুন নিয়ম এনেছেন ইলন মাস্কের এই প্ল্যাটফর্ম।
আগে কনটেন্ট ক্রিয়েটররা তাদের পোস্টে বা ভিডিওতে প্রদর্শিত বিজ্ঞাপনের লভ্যাংশ থেকে আয় করতেন। কিন্তু এখন এক্সে নতুন নিয়ম অনুযায়ী, এক্সের প্রিমিয়াম অ্যাকাউন্টে আয়ের পরিমাণ নির্ভর করবে কনটেন্টে কতটা ইন্টার্যাকশন হয়েছে তার উপর। এতে বিজ্ঞাপনদাতাদের উপর চাপ কমবে এবং ইন্টার্যাকশনের উপর ভিত্তি করে ক্রিয়েটরদের আয়ের সুযোগ বাড়বে।
বিষয়টি নিয়ে ইলন মাস্ক জানান, কনটেন্টে যত বেশি এনগেজমেন্ট, তত বেশি আয়। তবে পেমেন্টের পরিমাণ বা হার পরিবর্তন হবে কিনা, তা এখনো জানা যায়নি।ধারণা করা হচ্ছে, ইন্টার্যাকশন বাড়লে আয়ও বাড়বে। ফলে ক্রিয়েটররা নির্দিষ্ট কোনো কনটেন্টে বেশি মনোযোগ দিলে তাদের আয়ের পথ সুগম হবে।
এছাড়া, ভবিষ্যতে এক্সের মানিটাইজেশন পলিসিতে আরও কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
ক্রিয়েটররা এখন আরও বেশি উপার্জন করতে পারবেন। এজন্য তাদের তেমন কঠোর পরিশ্রমও করতে হবে না। আগামীতে আরও কিছু বদল আসতে চলেছে এক্স হ্যান্ডলের মানিটাইজেশন পলিসিতে।
বিডি প্রতিদিন/জামশেদ