ক্রিপ্টোকারেন্সি চুরির অপরাধে এক হ্যাকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে একটি মার্কিন আদালত। ২০১৬ সালে বিটফাইনিক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে হ্যাকিং এবং প্রায় এক লাখ ২০ হাজার চুরির জন্য গত বছর দোষী সাব্যস্ত হন ইলিয়া লিচেনস্টাইন। তার চুরি করা ক্রিপ্টোকারেন্সি পাচারে সহায়তা করেন স্ত্রী হিদার মরগান। যিনি তার হিপহপ সংগীত প্রচারে ‘রাজলেখান’ ছদ্মনাম ব্যবহার করে আসছেন।
চুরির সময় বিটকয়েনের মূল্য ছিল প্রায় ৭ কোটি ডলার। কিন্তু তারা গ্রেফতারের সময় (২০২২) বিটকয়েনের মূল্য বেড়ে ৪৫০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো তখন বলেছিলেন, এই মামলায় উদ্ধার হওয়া ৩৬০ কোটি ডলার মূল্যের সম্পদই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক বাজেয়াপ্তের ঘটনা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার হওয়ার পর থেকে কারাগারে থাকা লিচেনস্টাইন তার কৃতকর্মের জন্য অনুশোচনা করেছেন। তিনি এবার সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে নিজের দক্ষতা কাজে লাগাতে চান।
তার স্ত্রী মরগানও গেল বছর অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হন। আগামী ১৮ নভেম্বর তার সাজা ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল