বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই, যা ‘চ্যাটজিপিটি’-এর জন্য পরিচিত, এবার মানবাকৃতির রোবট তৈরির পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটির মাধ্যমে ইতোমধ্যেই যেকোনো প্রশ্নের দ্রুত ও সঠিক উত্তর দেওয়ার পাশাপাশি কবিতা, নিবন্ধ এমনকি বার্তা লেখার ক্ষমতা দেখিয়েছে। এবার তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে পরিচালিত নতুন এক যুগান্তকারী প্রযুক্তি আনতে কাজ করছে।
সম্প্রতি ওপেনএআই আরও একটি প্রযুক্তি ‘সোরা’ উন্মোচন করেছে, যা লেখা থেকে সরাসরি ভিডিও তৈরি করতে সক্ষম। এসব উদ্ভাবনের পর মানবাকৃতির রোবট তৈরির ধারণাটি প্রযুক্তি বিশ্বে আলোড়ন তুলেছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, ওপেনএআই ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে। এই রোবটে ওপেনএআইয়ের তৈরি বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বাজার বিশ্লেষকদের ধারণা, মানবাকৃতির রোবট প্রযুক্তি সফল হলে এটি রোবটশিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনবে। তবে একই সঙ্গে এ নিয়ে শঙ্কাও তৈরি হয়েছে। ভবিষ্যতে এই প্রযুক্তি বিভিন্ন পেশার মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
ওপেনএআই আগেও রোবট নির্মাণের সঙ্গে জড়িত ছিল। প্রতিষ্ঠানটি রোবট নির্মাতা ফিগার ও ওয়ানএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করা ফিজিক্যাল ইন্টেলিজেন্সে বিনিয়োগ করেছে। তবে ২০২১ সালে গোপনে নিজেদের রোবট বিভাগ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। নতুন করে এই বিভাগ চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত রোবট ভবিষ্যতের প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওপেনএআই যদি তাদের এই প্রকল্পে সফল হয়, তবে এটি প্রযুক্তি দুনিয়ায় এক নতুন দিগন্তের সূচনা করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল