চলতি বছরের ডিসেম্বরের পর থেকে বেশ কিছু পুরোনো স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার এবং নিরাপত্তা আপডেট ব্যবহার করা যাবে না। এর ফলে, ওই ফোনগুলোর ব্যবহারকারীরা সাইবার আক্রমণ ও তথ্য চুরির মতো ঝুঁকির মধ্যে পড়বেন।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড কিটক্যাট (Android KitKat) বা এর আগের কোনও সংস্করণের ফোনে নতুন ফিচার এবং সুরক্ষা আপডেটগুলো পাওয়া যাবে না। এর মানে হলো, পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহার করা স্মার্টফোনগুলোতে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা সুবিধা পাওয়া যাবে না ও সাইবার আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা বাড়বে।
হোয়াটসঅ্যাপের সমর্থন প্রত্যাহার করা ফোনগুলোর মধ্যে রয়েছে- স্যামসাংয়ের গ্যালাক্সি এস থ্রি, গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি এসসি ৩, গ্যালাক্সি এস৪ মিনি, মটোরোলা'র মটো জি (প্রথম প্রজন্ম), রেজর এইচডি, মটো ই ২০১৪, এইচটিসি'র ওয়ান এক্স, ওয়ান এক্স প্লাস, ডিজায়ার ৫০০, ডিজায়ার ৬০১, এলজি'র অপটিমাস জি, সনি'র এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া ভি, এলজি'র জি২ মিনি, এল৯০।
এসব ফোনে হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা আর পাওয়া যাবে না, ফলে ব্যবহারকারীরা নিরাপত্তাজনিত ঝুঁকি ও কারিগরি সমস্যার মুখোমুখি হতে পারেন।
বিডি প্রতিদিন/এমএস