‘গুগল ফটোজ’ হচ্ছে গুগলের ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা যা কাজে লাগিয়ে যেকোনো ছবি বা ভিডিও অনলাইনে বিনামূল্যে সংরক্ষণ করা যায়। ফলে গুগল ফটোজে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও সংগ্রহ করে থাকেন অনেকেই।
তবে প্রয়োজনের সময় স্মার্টফোন থেকে প্রয়োজনীয় ছবি বা ভিডিও দ্রুত খুঁজে পান না অনেকে। এ সমস্যা সমাধানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ছবি বা ভিডিওর অবস্থান শনাক্তে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল ফটোজ।
গুগল ফটোজের নতুন হালনাগাদে, ব্যবহারকারীরা খুব সহজেই জানবেন কোন ছবি বা ভিডিও কোন অ্যালবামে সংরক্ষিত আছে। এর ফলে, আলাদা আলাদা ফোল্ডারে প্রবেশ করার প্রয়োজন হবে না, এবং ইনফরমেশন স্ক্রিন থেকেই জানা যাবে ছবির বা ভিডিওর অবস্থান। এই সুবিধা আগে শুধু গুগল ফটোজের ওয়েব সংস্করণে পাওয়া যেত।
নতুন ফিচারটি ব্যবহার করতে হলে, ছবি বা ভিডিওর ওপর আঙুল রেখে ওপরে সোয়াইপ করতে হবে অথবা ডান পাশের তিনটি ডট আইকনে ট্যাপ করে ছবির ইনফরমেশন স্ক্রিনে প্রবেশ করতে হবে। সেখানে ‘অ্যালবামস’ নামে একটি বিভাগ দেখা যাবে। যদি ছবি একাধিক অ্যালবামে থাকে, তাহলে সর্বশেষ তিনটি অ্যালবামের নাম প্রদর্শিত হবে। এছাড়াও, ‘শো মোর’ অপশনে ট্যাপ করলে অন্যান্য অ্যালবামের তালিকা দেখা যাবে।
এ নতুন সুবিধাটি গুগল ফটোজ ব্যবহারকারীদের ছবি বা ভিডিও দ্রুত খুঁজে পেতে সহায়তা করবে এবং তাদের ব্যবস্থাপনাকে আরও সুবিধাজনক করে তুলবে।
বিডি প্রতিদিন/এমএস