শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে আসার পরিকল্পনা রাশিয়ার

টেক ডেস্ক

মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে আসার পরিকল্পনা রাশিয়ার

২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) অংশীদারিত্ব থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গেল সপ্তাহে রাশিয়ার স্টেট স্পেস করপোরেশন ‘রসকসমসের’ নতুন প্রধান ইউরি বোরিসভ এক বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই কথা জানিয়েছেন।

তাসের প্রতিবেদন অনুসারে, বোরিসভ বলেছেন, ‘ভ্লাদিমির ভ্ললাদিমিরোভিচ, আপনি জানেন যে, আমরা আইএসএস- এ আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর আওতায় থেকে কাজ করছি। অবশ্যই, আমরা আমাদের অংশীদারদের প্রতি সব বাধ্যবাধকতা পূরণ করব। তবে, ২০২৪ সালের পরে স্টেশনটি ছেড়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আপাতদৃষ্টিতে  এটি বোরিসভের সাম্প্রতিক পূর্বসূরি দিমিত্রি রোগোজিনের দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি। যিনি ইউক্রেন আক্রমণের আগে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার আইএসএস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনার বিষয়ে খোলামেলা আলোচনা বক্তব্য রেখেছিলেন। আইএসএস পরিচালক রবিন গ্যাটেনস বলেছেন, আমরা আমাদের অংশীদারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাইনি।   

সর্বশেষ খবর