বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দেশে চালু হচ্ছে ট্যুরিস্ট সিম

দেশে চালু হচ্ছে ট্যুরিস্ট সিম

অন্য দেশের মতো বাংলাদেশে ঘুরতে আসা পর্যটকদের জন্য বিশেষ ট্যুরিস্ট সিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ৭, ১৫, ৩০ দিন মেয়াদে এই সিম কার্ডগুলো সচল থাকবে। বাংলাদেশে প্রবেশের সময় যে কোনো স্থল, নৌ কিংবা বিমানবন্দর থেকে এই সিম সংগ্রহ করা যাবে। ট্যুরিস্ট সিম একটি নির্দিষ্ট নম্বর ব্লকের হবে। এই ব্লকের বাইরে অপারেটররা ট্যুরিস্ট সিম বরাদ্দ দিতে পারবে না। এই সিমের পর যদি কোনো বিদেশির দীর্ঘমেয়াদে সিম প্রয়োজন হয় তাহলে বিডার ওয়ার্ক পারমিটের বিপরীতে নিয়মিত নতুন সিম নিতে পারবেন। এখানে তার ব্যবহৃত ট্যুরিস্ট সিমের কোনো রূপান্তর করা যাবে না এবং দীর্ঘমেয়াদে কোনো নম্বর নিতে পারবেন না। অপারেটররা বিদেশি বা পর্যটকের চাহিদার পরিপ্রেক্ষিতে ভিন্ন অফার-প্যাকেজ দিতে পারবেন। তবে দেশে-বিদেশে ডেটা, ভয়েস, এসএমএস এবং কম্বো প্যাকেজ ছাড়া আর কোনো প্যাকেজ অফার করা যাবে না।

সর্বশেষ খবর