সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মঙ্গলে থামল নাসার রোবট ইনসাইট

টেকনোলজি ডেস্ক

মঙ্গলে থামল নাসার রোবট ইনসাইট

পরপর দুটি কমিউনিকেশন সেশন মিস করার পর নাসা এই মিশনকে অফিশিয়ালি সমাপ্ত বলে ঘোষণা করে।  রোবট ইনসাইট ধারণার চেয়ে অনেক বেশি অর্জন করতে সক্ষম হয়েছে...

 

২০১৮ সালের মে মাসে পৃথিবী ছাড়ে নাসার রোবট ‘ইনসাইট’। মঙ্গলগ্রহে অবতরণ করে একই বছরের নভেম্বরে। মাত্র দুই বছরের পরিকল্পনা নিয়ে যাত্রা করেছিল নাসার ইনসাইট রোবট। তবে এই স্বল্প সময়ে যাত্রায় রোবট ‘ইনসাইট’ অনেক বেশি অর্জন করতে সক্ষম হয়েছে। জানা গেছে, রোবটটি মোট ১ হাজার ৪৪৫ সোলস (মঙ্গলগ্রহের দিন) সময় কাটিয়েছে লালগ্রহে। তাই তো ১৪০ মিলিয়ন মাইল দূরে থাকা কোনো রোবটকে বিদায় জানানো ছিল অত্যন্ত কষ্টের।

ইনসাইট রোবটের মূল লক্ষ্য হলো বিল্ট-ইন সিসমোমিটার ব্যবহার করে ডাটা রিড ও ইন্টারসেপ্ট করা। এতে একটি হিট প্রোব (এইচপি৩) রয়েছে, যা গ্রহের ইন্টারনাল হিট ট্রান্সফার পরিমাপে ব্যবহার করা হয়। এই রোবটে একটি বিল্ট-ইন ক্যামেরাও রয়েছে যা স্পেসপ্রেমীদের জন্য সবচেয়ে সেরা সংযুক্তি। এর কারণ হলো এই রোবট নিয়মিত ছবি পাঠাত ও মঙ্গলগ্রহ দেখতে কেমন তা সবাইকে দেখার সুযোগ করে দিয়েছিল। এসব ছবি নাসার অফিশিয়াল ইনসাইট মিশন পেজে দেখা যাবে। তবে দুঃখজনকভাবে ইনসাইটের শক্তি ফুরিয়ে এসেছে যার ফলে চলে এসেছে বিদায়বেলা। অপারেশন শুরুর চার বছর পর ইতি ঘটতে যাচ্ছে পৃথিবীর সঙ্গে ইনসাইট রোবটের সব ধরনের যোগাযোগের। ল্যান্ডারের ৭ ফুট প্রশস্ত সোলার প্যানেলে জমা ধুলোর কারণে পাওয়ার মেইনটেইন করার ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলগ্রহ থেকে ইনসাইট রোবটের পাঠানো শেষ ছবি নিয়ে টুইট করা হয়। ওই টুইটে লেখা ছিল, ‘আমার পাওয়ার কমে এসেছে, হতে পারে এটিই আমার পাঠানো শেষ ছবি।’

পরপর দুটি কমিউনিকেশন সেশন মিস করার পর নাসা এই মিশনকে অফিশিয়ালি সমাপ্ত বলে ঘোষণা করে। এর কারণ কী তা আপনারা ইতোমধ্যে জেনেছেন।  তবে নাসা জানায় ডিপ স্পেস নেটওয়ার্ক আরও কিছু সময় ধরে ইনসাইটের খবর রাখার চেষ্টা করবে যদি কোনো খবর পাওয়া যায়।      

সর্বশেষ খবর