সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কি বোর্ড ছাড়াই হবে টাইপিং

টেকনোলজি ডেস্ক

কি বোর্ড ছাড়াই হবে টাইপিং

কি-বোর্ড ছাড়া টাইপ করার বিষয়টি এখন আর অবাস্তব নয়। দক্ষিণ কোরিয়ার একদল গবেষক বিশ্বের প্রথম মেটা লার্নিং বৈদ্যুতিক স্কিন প্রযুক্তির উন্নয়ন করেছেন, যার মাধ্যমে কি-বোর্ড ছাড়াই টাইপ করা যাবে। দ্য কোরিয়া হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, গবেষকরা হাতের ওপর বৈদ্যুতিকভাবে সংবেদনশীল তরল স্প্রে করেন। স্প্রে করার পর স্বয়ংক্রিয়ভাবে হাতে ন্যানোমিটার মোটা মেশ প্রিন্ট হয়। হাত নাড়ানোর ফলে মেশ সংকুচিত বা প্রসারিত হয় এবং বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে। ব্লুটুথ মডিউলের মাধ্যমে এ সিগন্যাল রিসিভ করা হয়। এটি ফোরআর্মের শেষ দিকে মেশের সঙ্গে যুক্ত থাকে। সেখানে যে তথ্য সংরক্ষিত এবং কম্পিউটারে তরঙ্গের মাধ্যমে পাঠানো হয়। জানা গেছে, মূলত হাতে স্প্রে করার পর কি-বোর্ডে টাইপ করে সে বিষয়ে এ সফলতা অর্জন সম্ভব হয়েছে।

সর্বশেষ খবর