হোয়াটসঅ্যাপ উইন্ডোজ বেটা অ্যাপে ভয়েস নোট প্লে পজ করার সুবিধা আছে। মাইক্রোসফট স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সন ২.২২২৩.১১.৭০ আপডেট ইনস্টল করলে এই ফিচার ব্যবহার করা যাবে। এ ছাড়াও একাধিক প্রাইভেসি ফিচার নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ।
এখন আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নিজের অনলাইন স্ট্যাটাস নাও দেখাতে পারেন। অর্থাৎ আপনি যদি
হোয়াটসঅ্যাপে অন রাখেন তাহলে আপনার নামের নিচে অনলাইন অপশন দেখা যাবে। কিন্তু এবার থেকে আপনি যদি চান ওই অনলাইন স্ট্যাটাস বন্ধ রাখতে পারবেন।
যদিও পুরো বিষয়টি এখনো ডেভেলপমেন্ট স্তরে রয়েছে। এ দিকে ব্যবহারকারীর অ্যাকাউন্ট প্রায়ই নিষিদ্ধ করে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাইডলাইন না মেনে চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতারণা, অন্য কোনো ব্যবহারকারীকে বিরক্ত, অনৈতিক কাজকর্ম ইত্যাদি অভিযোগ যে সব অ্যাকাউন্টের বিরুদ্ধে জমা পড়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হোয়াটসঅ্যাপ। একইভাবে দেখার পর অ্যাকাউন্ট ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।