রংপুর নগরীতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল। বর্তমানে চালু আছে এমন ১২০টি ক্লিনিক ও হাসপাতালের মধ্যে ৬৮টিরই স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন নেই। অধিকাংশ ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের নিয়মনীতি মানা হচ্ছে না। আবার ১০, ২০ ও ৩০ শয্যার জন্য অনুমোদন নিয়ে ৫০-২০০ রোগীর চিকিৎসা প্রদান করা হচ্ছে। এসব ক্লিনিক ও হাসপাতালের বেশির ভাগেই বিশেষজ্ঞা চিকিৎসক নেই। অনুমোদনের শর্ত অনুযায়ী ১০ শয্যার ক্লিনিক ও হাসপাতালের জন্য ৩ জন করে চিকিৎসক এবং ৬ জন করে নার্স থাকা বাধ্যতামূলক থাকার বিধান থাকলেও শতকরা ৮০ ভাগে এ নিয়ম মানা হয় না বলে জানিয়েছে খোদ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতি। সমিতির অভিযোগ, বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে স্বাস্থ্য বিভাগের তেমন নজরদারি নেই। স্বাস্থ্য বিভাগকে বছরে একটা ‘মোটা অংকের’ উেকাচ দিয়ে অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাসেবার নামে রোগীর স্বজনদের পকেট কাটছে। ১১ জুলাই নগরীর ইসলামবাগে ভিআইপি জেনারেল হাসপাতালে অপারেশনকালে চিকিৎসা অবহেলায় এক শিশুর মৃত্যু ঘটনায় তোলপাড় শুরু হয়। নড়েচড়ে বসে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। জেলা বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটি সাতদিন পর পর ক্লিনিক ও হাসপাতাল পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১৩ জুলাই) নগরীর নিবন্ধনহীন পাঁচটি ক্লিনিক ও হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো হলো- ভিআইপি জেনারেল হাসপাতাল, মহানগর ডিজিটাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, প্রিন্স হাসপাতাল, স্বাধীন বাংলা ক্লিনিক এবং কিংস হাসপাতাল। রংপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতি সূত্রে জানা গেছে, রংপুরে চালু ১২০টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের মধ্যে ৩০ শয্যার ৩টি, ২০ শয্যার ৫টি এবং অন্যগুলো ১০ শয্যার। এরমধ্যে অনুমোদিত ৫২টি ক্লিনিক ও হাসপাতাল সমিতির সদস্যভুক্ত। বাকিগুলোর নিবন্ধন নেই। জেলা বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটির সুপারিশের ভিত্তিতে ক্লিনিক ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। সমিতির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার নামে হরিলুট কারবার চলছে। এসব ক্লিনিক ও হাসপাতালে না আছে নিজস্ব চিকিৎসক, না আছে মানসম্মত যন্ত্রপাতি। অপারেশন থিয়েটারগুলোতে কোনো পরিবেশ নেই। ধার করে চিকিৎসক এনে রোগীর সেবা দেওয়া হচ্ছে। রংপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শামছুর রহমান কোয়েল বলেন, রংপুরে অবৈধ ক্লিনিক ও হাসপাতালগুলোতে চিকিৎসাসংক্রান্ত অঘটন ঘটলে বদনাম হয় অনুমোদিত ক্লিনিক ও হাসপাতাগুলোরও। যে কারণে গত ১২ জুলাই (বুধবার) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে দেখা করে অনুমোদনহীন ও নিয়ম ভঙ্গকারী ক্লিনিক-হাসপাতালগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। জেলা বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটির সদস্য সচিব ও রংপুরের সিভিল সার্জন ডা. জাকিরুল ইসলাম বলেন, রংপুরে বেসরকারি পর্যায়ে গড়ে ওঠা অবৈধ ক্লিনিক-হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার নামে অরাজকতা চলছে। হয়রানির শিকার হচ্ছে রোগী ও তাদের স্বজনরা। এটা আর করতে দেওয়া হবে না। অনুমোদনহীন পাঁচটি ক্লিনিক ও হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিদর্শন কমিটি নিয়মিত পরিদর্শন করে অনুমোদনহীন অন্য ক্লিনিক ও হাসপাতালগুলোও বন্ধ করে দেওয়া হবে।
শিরোনাম
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতাল
শাহজাদা মিয়া আজাদ, রংপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর