ভোটের মাঠ চষে বেড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডিজিটাল প্রচার চালিয়ে যাচ্ছেন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি ও সমস্যা সমাধানের বার্তা নিয়ে দ্বারে দ্বারে যাওয়ার সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে ব্যস্ত তারা। ব্যক্তিগত ফেসবুক পাতা থেকে জনসংযোগের লাইভ সম্প্রচার থেকে শুরু করে বহু রকম ভিডিও কনটেন্টের মাধ্যমে নিজেদের কার্যক্রম তুলে ধরার চেষ্টায় আছেন প্রার্থীরা। নিউজ শেয়ার দিয়ে, ভিডিও কনটেন্ট তৈরি করে তা ছড়িয়ে দেওয়ার কাজ করছেন প্রার্থীদের স্যোশাল মিডিয়া টিমের সদস্যরা। প্রার্থীদের মধ্যে একমাত্র ঢাকা উত্তরে আওয়ামী লীগের আতিকুল ইসলামের রয়েছে ব্যক্তিগত ওয়েবসাইট, প্রথমবার মেয়র নির্বাচনের সময় সেটি চালু হয়েছিল। নৌকার আতিকের মতো বিএনপির তাবিথ আউয়ালেরও ব্যক্তিগত ফেসবুক পাতা সক্রিয় রয়েছে বিভিন্ন জনসংযোগ সরাসরি সম্প্রচারে। ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের ফেসবুক পাতা থেকে মাঠের প্রচারণার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি অনলাইন পোস্টার ও অনেক ধরনের ভিডিও কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। মাঠের প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইভাগে প্রচার চালাচ্ছেন ঢাকা সিটি করপোরেশন দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। প্রার্থীর বাইরে অনেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘একযোগে একই বিষয়ে’ পোস্ট দিয়ে প্রার্থীর বক্তব্য ছড়িয়ে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তরে সিপিবির প্রার্থী আহাম্মদ সাজেদুল হকের নির্বাচন পরিচালনায় মিডিয়া সেলের প্রধান খান আসাদুজ্জামান মাসুম। এ ছাড়া কাউন্সিলর প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চলছে। প্রার্থীদের প্রায় সবাই রেকর্ড করা বক্তব্য বা নানা ধরনের গান নিয়ে গণসংযোগ করছেন।
শিরোনাম
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ