ঢাকা দক্ষিণের ৩০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন এমপি হাজী সেলিমের ভাগ্নে বর্তমান কাউন্সিলর মো. হাসান পিল্লু। ভাগ্নের ওপর ভরসা রাখতে না পেরে নিজের ছেলে ইরফান সেলিমকেও প্রার্থী করেছেন হাজী সেলিম। ফলে এ ওয়ার্ডের নির্বাচন যতটা না মামাতো-ফুফাতো ভাইয়ের দ্বৈরথ, তার থেকেও বেশি মামা-ভাগ্নের লড়াই। এখানে বাড়তি সুবিধায় রয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াস।
দলের এই ওয়ার্ড সাধারণ সম্পাদক ঘুড়ি প্রতীক নিয়ে লড়ছেন।
বড়কাটরা, ছোটকাটরা, দেবদাস ঘাট লেন, কমিটিগঞ্জ, চম্পাতলী লেন ও ইমামগঞ্জ নিয়ে গঠিত ঢাকা দক্ষিণের ৩০ নম্বর ওয়ার্ডটি।