মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

রাসিকের পরিকল্পনায় ১৫ সড়ক

কাজী শাহেদ, রাজশাহী

রাসিকের পরিকল্পনায় ১৫ সড়ক

রাজশাহী নগরীর জনবসতি বাড়ছে। গড়ে উঠছে বহুতল ভবন। বাড়ছে নগরমুখী মানুষের স্রোত। এসব বিষয় মাথায় রেখে নগরীর সড়ক ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন (রাসিক)। শত বছরের পরিকল্পনায় এই ধাপে আছে নগরীর ১৫টি সড়ক।

নগর কর্তৃপক্ষ বলছে, পরিকল্পনায় থাকা সড়কগুলো আছে জনবসতিপূর্ণ এলাকায়। সরু এসব সড়কে দিন দিন চাপ বাড়ছে। প্রত্যেকটি সড়ক ৪২ মিটার চওড়া করবে রাসিক। এর মধ্যে ৩০ মিটারই থাকবে মূল সড়ক। আর সড়কের দুই পাশে ফুটপাথ থাকবে ৬ মিটার করে। সবগুলো সড়ক মিলিয়ে হবে ৪২ দশমিক ২৫ মিটার দীর্ঘ।

রাসিকের প্রধান প্রকৌশলীর দফতর জানিয়েছে, ওই ১৫ সড়ক নিয়ে ‘রাজশাহী মহানগরীর সড়ক নেটওয়ার্কের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের কাজ শুরু হয়েছে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ৫০০ কোটি টাকা ব্যয় হবে সড়ক নির্মাণে। বাকি আড়াই হাজার কোটি টাকা ব্যয় হবে ভূমি অধিগ্রহণে। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী শহরে সড়ক আছে সব মিলিয়ে ৩৫০ কিলোমিটার-যা ৯ শতাংশেরও কম। অথচ পরিকল্পিত নগরীতে ২৫ শতাংশ সড়ক থাকতে হয়। বিষয়টি মাথায় রেখেই সড়ক নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। মামলা জটিলতায় না পড়লে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করবে রাসিক।

তিনি আরও বলেন, এখন নগর কর্তৃপক্ষ প্রায় ১০ লাখ নাগরিকের সুবিধা দিচ্ছে। যে হারে দেশে জনসংখ্যা বাড়ছে তাতে ১০০ বছরে শহরের লোকসংখ্যা গিয়ে দাঁড়াবে ৪০ লাখে। বিষয়টি মাথায় রেখে এসব প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বাস্তবায়িত হচ্ছে আরও বেশ কিছু প্রকল্প। শিগগিরই এর সুফল ভোগ করবে নগরবাসী।

ইতিমধ্যে নগরীর বেশ কয়েকটি সড়কের কাজ শেষ হয়েছে। সড়কগুলোর পাশে নির্মাণ করা হয়েছে চওড়া ড্রেন। ড্রেনের পাশের বেষ্টনীগুলোতে নান্দনিক নকশা করা হয়েছে। একদিকে মসৃণ সড়ক, চওড়া ড্রেন আর নান্দনিক বেষ্টনী মুগ্ধ করছে পথচারীদের।

সর্বশেষ খবর