মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজধানীর অলিগলিতে কাঁচাবাজার

►তৈরি হচ্ছে যানজটসহ পথচারীদের নানান ভোগান্তি ►রাস্তা-ফুটপাতের দোকান ঘিরে চাঁদাবাজির নেটওয়ার্ক

হাসান ইমন

রাজধানীর অলিগলিতে কাঁচাবাজার

ছবি : জয়ীতা রায়

রাজধানীর অলিগলি, ফুটপাত ও মূল সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য কাঁচাবাজার। কোথাও কোথাও আধা কিলোমিটারব্যাপী ফুটপাত ও সড়ক দখল করে মাছ, সবজি ও ফলমূল বিক্রি করছেন দোকানিরা। ভোর থেকে বেলা ১১টা এবং বিকাল থেকে রাত পর্যন্ত চলে এভাবে বেচাকেনা। এসব দোকানপাট থেকে প্রতিদিন ১০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা তুলছে স্থানীয় প্রভাবশালী চক্র। এ ছাড়া যত্রতত্র বাজার-দোকানপাটের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। পথচারী চলাচলেও নানা সমস্যা হচ্ছে। এসব বাজার সিটি করপোরেশনসহ অন্যান্য সংস্থার মনিটরিংয়ের কথা থাকলেও তাদের কার্যক্রম চোখে পড়ছে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব কাঁচাবাজার রয়েছে ১৩টি। আরও ১৫টি কাঁচাবাজার ব্যক্তিগত মালিকানাধীন রয়েছে। ঢাকা উত্তরের নিজস্ব কাঁচাবাজার ১৬টি। এর বাইরে ব্যক্তিগত মালিকানাধীন কতগুলো কাঁচাবাজার রয়েছে- তার তথ্য নেই সংস্থাটির কাছে। এ ছাড়া দুই সিটি করপোরেশন এলাকায় অলিগলি সর্বত্র কাঁচাবাজার গড়ে উঠেছে। এর মধ্যে কিছু বাজার দুই করপোরেশনের অনুমোদন নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালালেও অধিকাংশই অবৈধভাবে ব্যবসা করছে।  ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীদের মদদে এসব বাজার গড়ে উঠেছে। এসব জায়গা থেকে প্রভাবশালীরা মাসে লাখ লাখ টাকার চাঁদা তুলছে। রাস্তার ওপর এসব বাজার গড়ে ওঠায় নগরবাসীর দুর্ভোগ, যানজট ও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে।  বনশ্রীতে রয়েছে শতবর্ষী মেরাদিয়া কাঁচাবাজার। বাজারটি বনশ্রী এভিনিউ রোড ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে। সড়কের দুই পাশে ৭০-৮০টি মাছ, মুরগি ও সবজির দোকান বসিয়েছে স্থানীয় প্রভাবশালী চক্র। এসব দোকান থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা চাঁদা আদায় করেন তারা। এসব অবৈধ দোকান রাস্তা দখল করে থাকার কারণে পথচারী চলাচলে ভোগান্তি হচ্ছে। একই সঙ্গে এই সড়কটিতে গাড়ি চলাচল থাকায় প্রায়ই যানজটে আটকে থাকতে হচ্ছে পথচারীদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাছ দোকানি বলেন, ‘আমার কাছ থেকে দৈনিক ৫০০ টাকা নেন। তবে বুধ ও শুক্রবার নেন ৬০০ টাকা। কিছু কম দিলে তারা নিতে চান না। উল্টা ধমক দিয়ে দোকান আর না বসাতে হুমকি দেন।’ ‘কারা টাকা ওঠান’ এমন প্রশ্নে তিনি বলেন, ‘রুবেল, সজীব ও আলামীন টাকা ওঠান। তবে তাদের সঙ্গে আরও লোক আছে।’ একই অবস্থা মিরপুর মাজার রোডেও। এ রাস্তার ওপর প্রতিদিনই বসছে বাজার। ভোর থেকে সকাল ৮-৯টা পর্যন্ত রাস্তার এক কিলোমিটারজুড়ে চলে মাছ, মাংস, সবজির পাইকারি বাজার। দূর-দূরান্ত থেকে আসেন ব্যবসায়ীরা। শত শত ব্যবসায়ী ও ক্রেতার ভিড়ে জমজমাট হয়ে ওঠে বাজার। ভোরেই বিশাল এ রাস্তা বন্ধ হয়ে যায় বিভিন্ন মৌসুমি সবজিপণ্যে। সকালের দিকে আশপাশের রাস্তায় যানজট লেগে থাকে।

এ ছাড়া তেজগাঁও নাখালপাড়া এলাকার রেলগেট থেকে নাবিস্কো সড়ক দখল করে বসেছে ভ্রাম্যমাণ কাঁচাবাজার। মেরুল বাড্ডা থেকে পুলিশ প্লাজায় যেতে মেরুল রোডটি দখল করে ভ্রাম্যমাণ কাঁচাবাজার গড়ে উঠেছে। এখানে আছে চায়ের দোকান, শাক-সবজি, মাছ, মাংস, ব্রয়লার মুরগির দোকান। সেগুনবাগিচার বিভিন্ন সড়কে সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত সব ধরনের ভ্রাম্যমাণ দোকান বসে। একই অবস্থা মানিকনগর, যাত্রাবাড়ী, নয়াবাজার, মালিবাগ, হাতিরপুল, গোড়ান, রামপুরা, খিলগাঁও, মোহাম্মদপুর, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে। এদিকে করপোরেশনের বাইরে ব্যক্তিমালিকানাধীন কাঁচাবাজারগুলো মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে নীতিমালা তৈরি করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নির্দিষ্ট স্থানে দোকান বসা, সড়কে দোকান নয়, নির্দিষ্ট হারে কর দেওয়াসহ সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এই নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। একই অবস্থা উত্তর সিটি করপোরেশনেরও। তারাও কাঁচাবাজার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি করছে। এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ডিএনসিসি এলাকায় যত্রতত্র গড়ে ওঠা অবৈধ কাঁচাবাজার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি করছি। নীতিমালা অনুমোদন হয়ে গেলে ব্যক্তিগত মালিকানাধীন বাজার তদারকি শুরু হবে। এ ছাড়া ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ বাজারের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ কাঁচাবাজার উচ্ছেদে আমরা শান্তিনগর, খিলগাঁও, ধানমন্ডি, দনিয়া, ডেমরাসহ বিভিন্ন এলাকায় অভিযান করেছি এবং তা চলছে। এ ছাড়াও বেসরকারি কাঁচাবাজারগুলোর ব্যবস্থাপনায় আমরা প্রবিধান তৈরি করেছি। এটি অনুমোদন হলে কাঁচাবাজারগুলো তদারকির আওতায় আসবে। তিনি আরও বলেন, ঢাকাবাসীর চাহিদা পূরণে প্রতিটি ওয়ার্ডেই একটি করে কাঁচাবাজার নির্মাণের লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। এরই মধ্যে ইসলামবাগ ও মেরাদিয়ায় কাঁচাবাজারসহ বহুমুখী বাজার (মার্কেট) নির্মাণের লক্ষ্যে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। তাছাড়া হাজারীবাগ, মেরাদিয়া, সূত্রাপুর, কাঁঠাল বাগান, মানিকনগর ও খিলগাঁওয়ে কাঁচাবাজারসহ বহুমুখী বাজার (মার্কেট) নির্মাণের লক্ষ্যে নকশা চূড়ান্ত করা হয়েছে। আরও ১০/১২টি ওয়ার্ডে কাঁচাবাজার নির্মাণে কাউন্সিলরদের কাছ  থেকে আমরা প্রস্তাবনা পেয়েছি। সেসব ওয়ার্ডেও কাঁচাবাজার নির্মাণ করা হবে।

সর্বশেষ খবর