মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভাঙা সড়কে ভোগান্তি নগরবাসীর

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

ভাঙা সড়কে ভোগান্তি নগরবাসীর

কুমিল্লা নগরীতে ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। বেশি খারাপ অবস্থা কান্দিরপাড়-রানীর বাজার সড়ক, ঝাউতলা-ডিসি অফিস সড়ক ও ফৌজদারি মোড় থেকে কাপ্তান বাজার সড়কের। এ ছাড়া গোমতী পাড়ের সড়ক, পদুয়ার বাজারসংলগ্ন উত্তর রামপুর সড়কের অবস্থা বেহাল। নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে রানীর বাজারের দিকে যাওয়া সড়কটি তুলনামূলক সরু। ক্যাতয়নী কালিবাড়ি মন্দিরের সামনে সড়কে গর্ত। ভাঙা অংশের পাশে সড়ক দখল করে বসেছে হকাররা। সৃষ্টি হচ্ছে যানজট। এই সড়কের রানীর বাজারের পরে অশোকতলা এলাকায়ও রয়েছে অসংখ্য গর্ত। ঝাউতলা-ডিসি অফিস সড়ক নগরীর আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের মাঝে সড়ক বিভাগের কর্মকর্তাদের বাসভবনের পাশের সড়ক খানাখন্দ হয়ে আছে। গর্তে গাছের ডাল পুঁতে রাখা হয়েছে। ফৌজদারি মোড় থেকে কাপ্তান বাজার সড়কের আদালতের উত্তর পশ্চিম কোণ অনেক দিন থেকে ভেঙে আছে। রিকশাচালক জামাল হোসেন বলেন, কান্দিরপাড়-রানীর বাজার সড়কের দুই পাশে নালা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এতে উঠে গেছে পিচ ও খোয়া। কালিবাড়ির সামনে দিয়ে সাবধানে পার হতে হয়।

সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, কাজের গুণগত মান যাচাই করলে সড়ক দ্রুত নষ্ট হয় না। পানি সরার মতো ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে। কুমিল্লা সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ বলেন, নগরের কয়েকটি সড়কে খানাখন্দ রয়েছে। ভাঙা স্থানে কেটেকুটে প্রস্তুত করা হয়েছে। খোয়া, পাথর আনা হয়েছে। বিটুমিনের দাম বাড়ায় একটু সমস্যা হয়েছে। আশা করি, আগামী সপ্তাহে কাজ ধরতে পারব।

সর্বশেষ খবর