মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হারিয়ে গেছে অর্ধশত ইন্দারা

নজরুল মৃধা, রংপুর

হারিয়ে গেছে অর্ধশত ইন্দারা

রংপুর নগরীতে এক সময় সুপেয় পানি ও অন্যান্য প্রয়োজনের একমাত্র উৎস ছিল কুয়া বা ইন্দারা। এসব ইন্দারা জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত ছিল। সময়ের চাহিদা মেটাতে এবং আধুনিকতার ছোঁয়ায় নগরী থেকে হারিয়ে গেছে অর্ধশতাধিক ইন্দারা। হারিয়ে যাওয়া ইন্দারাগুলোর স্থানে হয় কোনো ভাস্কর্য নির্মাণ করা হয়েছে অথবা ওই স্থানটি দখল করে গড়ে উঠেছে নানা স্থাপনা। ব্রিটিশ শাসনামলে রংপুর নগরীর রাস্তার বিভিন্ন মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানে ইন্দারা স্থাপন করা হতো সাধারণ জনগণের জন্য। ইন্দারাকে ঘিরে আশপাশের এলাকায় ব্যবসা-বাণিজ্য হতো। কালের বিবর্তনে এসব এখন অতীত। রংপুর নগরীর শালবন এলাকায় একটি মোড়ের নাম ইন্দারার মোড়। ইন্দারাকে ঘিরে ওই মোড়ে এক সময় ভাসমান দুধ বিক্রেতাদের হাট বসত। ওই ইন্দারার স্থানে বেগম রোকেয়ার একটি ভাস্কর্য নির্মাণ করা হলেও জায়গাটির নাম এখনো ইন্দার মোড় বলে পরিচিত। নগরীর লোহাপট্টির মোড়ে একটি বড় ইন্দারা ছিল। ওই স্থানেও একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। পায়রা চত্বর থেকে কিছুটা পশ্চিমে আরও একটি বড় ইন্দারা ছিল। সেই স্থানটি ব্যবসায়ীরা দখল করে ব্যবসা করছেন। নগরীর চাউল আমোদ রোডেও একটি ইন্দারা ছিল। ওই স্থানে এখন কাউন্সিলর অফিস হয়েছে। নগরীতে এ ধরনের কমপক্ষে ৫০টি স্থানের ইন্দারা বিলুপ্ত হয়ে গেছে। অনেক স্থান দখল হয়ে গেছে। ইন্দারার খোঁজে নগরীতে ঘুরে গুপ্তাপাড়ার মোড়ে বিধু বাবুর মাঠ নামক স্থানে একটি ইন্দারার সন্ধান পাওয়া গেল। দেখা গেছে, ওই ইন্দারার চারপাশে অস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান। ইন্দারার মাঝখানে একটি বিশাল গাছ আরও বিশাল হওয়ার অপেক্ষায়।

সর্বশেষ খবর