মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টার্মিনাল এলাকায় নিত্য যানজট

রাহাত খান, বরিশাল

টার্মিনাল এলাকায় নিত্য যানজট

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যানজট নিত্যদিনের। টার্মিনালের সামনে মহাসড়কের পাশে স্থানীয় ও দূরপাল্লা রুটের বাস এবং থ্রি হুইলারসহ অটোরিকশা দাঁড় করিয়ে রাখায় সৃষ্টি হয় দুঃসহ যানজটের। ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কঠোর ভূমিকা নিতে গেলে উল্টো তাদের ওপর রুষ্ট হয় পরিবহন শ্রমিকরা। এ নিয়ে একাধিকবার বিশৃঙ্খলা হয় কেন্দ্রীয় বাস টার্মিনালে। এদিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে কেন্দ্রীয় বাস টার্মিনাল নগরীর কাশীপুর ট্রাক টার্মিনালে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। দক্ষিণাঞ্চলের ৬ জেলা এবং মহানগরীর মানুষের ঢাকায় যাতায়াতের অন্যতম মাধ্যম সড়ক পথ। এ ছাড়া ঢাকাসহ সারা দেশের মানুষের দক্ষিণাঞ্চলের ৬ জেলা এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সড়ক পথে যাতায়াত করেন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের মহাসড়ক দিয়ে। পদ্মা সেতু চালুর পর বরিশালে সড়ক পথে চাপ আগের তুলনায় তিন গুণ বেড়েছে। ধারণ ক্ষমতার অধিক যান চলছে বরিশাল-ঢাকা মহাসড়কে। বিশেষ করে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা সৈকত পর্যন্ত মহাসড়কে।

দূরপাল্লার বাসগুলো ঢাকা-খুলনা-রাজশাহী-বগুড়া কিংবা কুয়াকাটা যাওয়ার পথে নথুল্লাবাদ টার্মিনালের যাত্রী ওঠানামা করে মহাসড়কের পাশে দাঁড়িয়ে। অপরদিকে স্থানীয় রুটের বাসগুলো টার্মিনাল থেকে বেরিয়েও আবার দাঁড়িয়ে থাকে সামনের মহাসড়কে। এ ছাড়া টার্মিনাল ঘিরে থাকা থ্রি হুইলার এবং অটোরিকশাগুলোও দাঁড়িয়ে থাকে মহাসড়কের পাশে। এতে মূল মহাসড়ক সংকুচিত হয়ে যায়। বাধাগ্রস্ত হয় স্বাভাবিক যান চলাচল। দিনভর যানজট লেগে থাকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। বাসচালক সিরাজুল ইসলাম বলেন, দূরপাল্লার বাসগুলো যাত্রী নামানোর জন্য টার্মিনালে ঢুকতে পারে না। এ কারণে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাতে হয়। মেট্রো ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুর রহিম জানান, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা যানজটমুক্ত রাখতে সর্বদা তৎপর ট্রাফিক পুলিশ। এ বিষয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর বরিশালে যানবাহনের চাপ অনেক বেড়েছে। দূরপাল্লা বিশেষ করে কুয়াকাটামুখ যানবাহনগুলো দ্রুত গন্তব্যে যেতে নথুল্লাবাদমুখী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল আপাতত কাশীপুর ট্রাক টার্মিনালে স্থানান্তর করা হচ্ছে। টার্মিনাল স্থানান্তর হলে নথুল্লাবাদের যানজট আর থাকবে না বলে তিনি আশা করেন।

সর্বশেষ খবর