মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কী হবে চসিকের ৪০ প্রতিবন্ধী ভিক্ষুকের

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

কী হবে চসিকের ৪০ প্রতিবন্ধী ভিক্ষুকের

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ২০১১ সালে ৪০ প্রতিবন্ধীকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেয়। তবে ২০২১ সালে কোনো কারণ উল্লেখ না করেই তাদের ছাঁটাই করা হয়। এরপর থেকেই ৪০ ভিক্ষুক চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান, মামলা দায়েরসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে কর্মসূচি পালন করলেও এ নিয়ে কোনো আশ্বাস-প্রতিশ্রুতি মেলেনি। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, ভিক্ষুকদের চাকরি ফিরে পাওয়া নিয়ে। দেখা দিয়েছে সংশয়। আদালত তিন মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার আদেশ দিলেও চসিক এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় চসিক ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি ৪০ প্রতিবন্ধীকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকে তারা নির্ধারিত কাজও করে আসছেন। চসিকের প্রধান পরিচ্ছন্নতা বিভাগের নির্দেশনা মতে, নগরীর ৪১টি ওয়ার্ডের আওতায় ভিআইপি রোড, সরকারি অফিস, বিভিন্ন মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে দিনের বেলায় ডাস্টবিনে ময়লা-আবর্জনা পরিষ্কারে দুই শিফটে কাজ করে আসছিলেন। কিন্তু ২০২১ সালের জানুয়ারিতে চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনের নির্দেশে তাদের কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করা হয়।  

প্রতিবন্ধী সেবক কামাল হোসেন বলেন, গত আগস্টে তিন মাসের মধ্যে চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দেন আদালত। আদালতের অর্ডার কপি আমরা চসিকে দাফতরিকভাবে জমা দিয়েছি। তবুও তারা এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আশা করছি, সিটি করপোরেশন বিষয়টি মানবিক বিবেচনা নিয়ে কার্যকর উদ্যোগ নেবে। তিনি বলেন, ২০১০ সালে নিয়োগ দেওয়ার পর আমরা ৪০ ভিক্ষুক ঠিকমতো কাজ করেছি। যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে কাজ করেছি। কখনো কোনো কাজে সমস্যা হয়নি। তবুও আমাদের কোনো কারণ ছাড়া ছাঁটাই করা হয়েছে। এখন আমরা মানবেতর জীবনযাপন করছি। প্রতিবন্ধীদের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, উচ্চ আদালত থেকে তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট ভিক্ষুকদের ডেকে বিষয়টি সমাধান করার জন্য বলেছেন। আমরা আশা করছি, চসিক নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ডেকে বিষয়টির সমাধান করবে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ শহীদুল ইসলাম বলেন, আদালতের রায়ের বিষয়টি আমাদের জানা  নেই। এ ব্যাপারে কোনো কপিও আমাদের কাছে আসেনি। এলে আমরা আদালতের নির্দেশনা মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর