চুলে নতুন রং করে গোল দিলেন নেইমার
নেইমার চুলের নতুন নতুন স্টাইলের জন্য আগেও অনেকবার খবরের শিরোনাম হয়েছেন। তার এবারের নতুন স্টাইল নজরে পড়েছে অনেকেরই। আর তাই তো ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন নেইমার জুনিয়রকে অনুসরণ করেন বিশ্বের কোটি ফুটবল ভক্তরা। ২০১৮ সালের বিশ্বকাপ খেলতে এসে মাত্র দুই সপ্তাহে চারবার হেয়ার স্টাইল বদলে ফেলেছিলেন তিনি। এবারের বিশ্বকাপে শুরুর দিকে তুরিনে অনুশীলন ক্যাম্পে চুলে নতুন ছাঁট দিয়েছিলেন নেইমার। তবে সেই ছাঁটেও সন্তুষ্ট হতে না পেরে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ফের চলে যান হেয়ার স্টাইলিস্টের কাছে। সঙ্গে হালকা রং দেন চুলে। তবে সেই রং বদলে ফেলেছেন নকআউট পর্বে দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলার আগেই। নক আউট পর্বে ফেরার আগে নিজের হেয়ার স্টাইলিস্ট নারিকোর শরণাপন্ন হয়েছেন নেইমার। চুলে ‘প্ল্যাটিনাম’ রং করেন তিনি। হারলেই বিদায়, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেন নেইমার। চুলে নতুন রং করে গোল দেওয়ার এমন ঘটনা কমই আছে।
মেসির মুখভর্তি সোনালি দাড়ি ছোট চুলের কাটেই ফ্যাশন
লিওনেল মেসির নতুন চুলের ছাঁট নিয়ে হইচই শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বে। এবারের কাতার বিশ্বকাপের শুরুতেই কুইফ ফ্রিঞ্জ, মুলেট, ছোট চুলের নানা ধরনের চুলের কাট দিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শুরুতে তাকে বড় চুলে দেখা যেত। তবে গত কয়েক বছরে ছোট চুলের ছাঁটে কয়েকটি স্টাইলেই তাকে বেশি দেখা গেছে। প্রতিটি হেয়ার স্টাইল দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। বিশ্বজুড়ে মেসি ভক্ত তো বটেই, সাধারণ মানুষও সে ফ্যাশন অনুকরণ করেছেন। মেসির ছবি নিয়ে ফ্যাশন সেলুনে ছুটতে দেখা যায় অনেককে। এবারের বিশ্বকাপে মেসি নতুন কোনো লুকে আসেননি। আগের স্টাইলই ধরে রেখেছেন। মুখভর্তি সোনালি দাড়ি। মাথায় কৃত্রিম সোনালি চুলের নিচে কালো রঙের চুল দেখা যাচ্ছে। মাথার সামনের দিকে চুলে কিছুটা খাড়া অংশ পেছনের দিকে টেনে রাখেন তিনি। লিওনেল মেসি তার ক্যারিয়ারে অনেক ধরনের চুলের কাট দিলেও এই স্টাইলেই তাকে বেশি মানায়।
রোনালদোর চুলে শক্তিশালী পোমেড
পর্তুগাল তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের হেয়ার স্টাইলের ব্যাপারে খুবই সচেতন। এর আগেও রোনালদো হাফ-বক্স নামক এক চুলের স্টাইল করেছিলেন। তবে এবার তিনি ছোট চুলের ছাঁট পছন্দ করেন। ডান দিকে সিঁথি করেন। তার চুলে ক্লিন একটা আকৃতি দেখা যায়। এই শেপ ধরে রাখতে পোমেডও ব্যবহার করেন। আর সামনের অংশ স্পাইক করেন।
হিপস্টার লুকে গ্যারেথ বেল
ওয়েলসের হয়ে বিশ্বকাপে নেমেছিলেন গ্যারেথ বেল। ওয়েলসের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করা গ্যারেথ বেলই ছিলেন ওয়েলসের বাজির ঘোড়া। তবে মাঠে আলো ছড়াতে না পারলেও তার চুলের স্টাইল নজর কেড়েছে অনেকের। হিপস্টার লুকে তাকে দেখা গেছে। এ ছাড়া পনি টেইল স্টাইলেও তাকে দেখা যায়।
এমবাপ্পের লো ফেইড বাজ কাট
এবারের বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন কিলিয়ান এমবাপ্পে আরও পরিণত। সেটা খেলা এবং স্টাইল দুটোতেই। বিশ্বকাপে দুরন্ত ফ্রান্সের ফরোয়ার্ডে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গোল করছেন, গোল করাচ্ছেন। তার গতির কাছে হিমশিম খাচ্ছেন বিপক্ষ দলের রক্ষণভাগের খেলোয়াড়রা। ক্যামেরায় বারবার ধরা পড়ছেন এমবাপ্পে। নিশ্চয়ই খেয়াল করেছেন এবার তিনি চুলে দিয়েছেন লো ফেইড বাজ কাট। একেবারে ছোট করে ছাঁটা হয়েছে তার চুল। পুরো মাথায় চুলের উচ্চতা প্রায় একই রয়েছে। তবে কান ও ঘাড়ের দিকে নেমে আসার সময় চুল ত্বকের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। এমবাপ্পে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাজ কাট দিয়ে থাকেন। তার চেহারায় এটি দারুণ মানিয়ে যায়। ইলেকট্রিক কাটার দিয়ে এ ধরনের নিখুঁত কাট দেওয়া হয়। মুখের গড়ন ও চুলের ধরন বুঝে তিনি হেয়ার স্টাইল করেন।
ডি মারিয়ার বাজ কাট
বিশ্বকাপে পুরোপুরি ফিট লাগছে না ডি মারিয়াকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচের এক পর্যায়ে তাকে মাঠ থেকে তুলে নেন আর্জেন্টাইন কোচ। মাঠের খেলায় তাকে নিয়ে যেমন আলোচনা হচ্ছে, ফ্যাশন দুনিয়াতেও তাকে নিয়ে আলোচনা কম নয়। আন-হেলদি ডি মারিয়ার চুলে ছেলেদের কাছে জনপ্রিয় ছোট চুলের ছাঁট দেখা গেছে এবার। মাথার সামনের দিকে এক ইঞ্চির চার ভাগের একভাগ দৈর্ঘ্যে চুল ছেঁটে ফেলেছেন তিনি। এ ছাড়া ত্বকের সঙ্গে মিলিয়ে শেষাংশে লো ফেইড বাজ কাট রয়েছে তার মাথার চুলে। এই কাটে চুল ট্রিমার মেশিনে কাটা হয়।