দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ও ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কারিগরি ও কৌশলগত সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান ও আইসিএমএবির সভাপতি মোহাম্মদ সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। সমঝোতা চুক্তি অনুসারে বসুন্ধরা গ্রুপ ও আইসিএমএবি পরস্পরের উন্নয়ন সহযোগী হয়ে কাজ করবে। প্রতিষ্ঠান দুটি তাদের অবকাঠামো, কারিগরি ও কৌশলগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা বিনিময় করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক আমির হোসেন, বাংলানিউজের প্রধান সম্পাদক আলমগীর হোসেন, বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন, তথ্য ও গণমাধ্যম উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, উপদেষ্টা (পিআর) লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এম এম জসীম উদ্দীন, আইসিএমএবির সহসভাপতি এ এস এম শাইখুল ইসলাম এফসিএমএ, সচিব জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ, মো. আকতারুজ্জামান এফসিএমএ প্রমুখ।