বুধবার, ৯ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
ভারতের লোকসভা নির্বাচন

স্পাইডারম্যানের ক্যাম্পেইন

স্পাইডারম্যানের ক্যাম্পেইন

কমিক বইয়ের চরিত্র স্পাইডারম্যান। মাকড়শা-মানব। তার দেখা মিলেছে ভারতের লোকসভা নির্বাচনী প্রচারণাতেও। ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করতে স্পাইডারম্যান ছুটছেন ভোটারদের ঘরের জানালায় জানালায়। উঁচু উঁচু দালানে চড়ে ভোটারদের ঘরের জানালায় কড়া নাড়ছেন স্পাইডারম্যান। এই মাকড়শা-মানবের নাম গৌরভ শর্মা। ভোটারদের ভোটদানে সচেতন করতে মুম্বাই পুলিশের প্রাক্তন মার্শাল আর্টের ট্রেইনার গৌরভ শর্মার এই অভিনব প্রয়াস বেশ চমক সৃষ্টি করেছে সব মহলে। তার দালানে চড়ার দক্ষতা বেশ নজর কেড়েছে সাধারণ মানুষদের। ভারতের লোকসভা নির্বাচনে যেন সবাই ভোট দিতে যান- এই ম্যাসেজ নিয়ে দুয়ারে দুয়ারে ছোটার লক্ষ্য নিয়ে স্পাইডারম্যান সেজেছেন তিনি। কিন্তু স্পাইডারম্যান ঘরের দরজা থেকে দালানে চড়ে ঘরের জানালা দিয়েই দেখা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেটা ভুলে গেলে তো চলবে না। গৌরভ শর্মাও ভুলেননি। স্পাইডারম্যানের মতোই উঁচু উঁচু দালানে চড়তে তার আপত্তি নেই মোটেও। ভোটারদের সঙ্গে প্রায়ই জানালা দিয়ে দেখা করছেন এবং মনে করিয়ে দিচ্ছেন যোগ্য প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে হবে। ৩২ বছর বয়সী গৌরভ শর্মা স্পাইডারম্যানের মতো সাহায্যপরায়ণ ও জনদরদি প্রার্থীকে পার্লামেন্টের আসনে নির্বাচিত করার আবেদন নিয়ে চড়ে চলেছেন এক দালান থেকে আরেক দালানে। তাকে থেকেই ভিড় জমাচ্ছে মানুষ। চলছে ফটোসেশন। -রকমারি ডেস্ক

 

সর্বশেষ খবর