বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

ভিনগ্রহীদের বিমানবন্দর

ভিনগ্রহীদের বিমানবন্দর

পায়ে হেঁটে পেরিয়ে গেলে কেউ টেরও পাবে না কী অদ্ভুত রহস্য পা মাড়িয়ে চলে যাচ্ছে। এই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে রোমাঞ্চ জাগায় নাজকা লাইনস। আকাশ থেকে তোলা আধুনিক ক্যামেরার ছবিতে দেখা যায় মাইলের পর মাইলজুড়ে আঁকা রয়েছে কত প্রতিকৃতি। অথচ পুরো এলাকা জনমানুষ শূন্য! পেরুর প্রাচীন নাজকা লাইন ভিন গ্রহবাসীর অস্তিত্ব আমাদের নতুন করে চিন্তা করতে বাধ্য করে। নাজকা লাইন মূলত ইনকা সভ্যতার নিদর্শন। পেরুর নাজকা উচ্চভূমির বিরান মাটিতে নিখুঁত কৌশলে ফুটিয়ে তোলা বিভিন্ন প্রাণীর ছবি আছে। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ৬০০০ খ্রিস্টাব্দের মাঝের কোনো এক সময় এই রেখাচিত্র তৈরি করা হয়। ৪৪০ বর্গমাইল মরু এলাকাজুড়ে রয়েছে তিন শতাধিক রেখাচিত্র আছে নাজকা এবং পালপা নগরীর মাঝে। প্রথম ১৯২০ সালে পেরুর মরুভূমির ওপর দিয়ে বিমান চলাচল শুরু হলে এসব রেখাচিত্র মানুষের চোখে পড়ে। আজো এই রেখাচিত্রের যৌক্তিক ও বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা মিলেনি।

 

 

 

সর্বশেষ খবর