মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

একজনমে

মহাদেব সাহা

একজনমে এতো পাপ, পরিত্রাণের সূত্র কোথায়

কোথায় পাঠ শান্তিমন্ত্র, কোথায় জল, হাত ধোয়াবো,

দাঁড়িয়ে থাকো ভুল দরজায়, শুধু দগ্ধ স্মৃতির পাহাড়

এই জনমে সহস্র পাপ, এই জনমে কৃতঘ্নতা;

 

মাথায় দিয়ে পবিত্র জল, শুধু মাটি, একটি তৃণ

ধুয়েছো সব ভগ্নদশা, অধঃপতন,

কোথায় পাবে শান্তিছায়া, কোথায় পাবে তপস্যাবন

ভোগ করো এই যাতনা, একাই করো হূদয়ক্ষরণ;

 

একজনমে শুধুই পাপ, শুধুই কালো আঁধার রাতি

কোথায় পাবে শীতল নদী, ক্ষমায় ভরা সন্ধ্যাবাতি,

দুয়ার খুলে দাঁড়িয়ে থাকো, তবুও কেউ আসে যদি,

পরিত্রাণের ছায়া পাওয়ার কখন তুমি যোগ্য হবে?

 

তোমার একী ক্লান্ত ভ্রমণ, হালে ভ্রান্ত বিষের বাটি

এখন শুধু অলস নিদ্রা, ঘোর তামসিক জীবনযাপন,

শুদ্ধ হবে, কোথায় তোমার অনুশোচনার অশ্রুরাশি

একজনমে পাপ করেছো, পাপ করেছো লক্ষকোটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর