শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভোটের মাঠে খেলোয়াড় তারকারা

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ভোটের মাঠে খেলোয়াড় তারকারা

প্রচারণায় যোগ দিয়েছিলেন শিল্পী আসিফ আকবর

বন্দরনগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন জমে উঠেছে। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মেয়র প্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা। প্রার্থীদের পাশাপাশি রাতদিন প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। দুই হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ডা. সেলিনা হায়াৎ আইভী ও হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে খেলোয়াড় ও শিল্পীদের। গত বুধবার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের প্রচারণায় নারায়ণগঞ্জে আসেন সাবেক ও বর্তমান তারকা ফুটবলার, হকি খেলোয়াড়সহ ক্রীড়াঙ্গনের খেলোয়াড়রা। তাদের মধ্যে ছিলেন সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফফার, শেখ আসলাম, বিশ্বজিৎ দাস রুপু, গোলাম সৈয়দ জ্বিলানী, ফজলুর রহমান বাবুল, কামাল, সুজন, সাবেক জাতীয় হকি খেলোয়াড় মাহাবুব রানা প্রমুখ। তারা শহরের বিভিন্ন স্থানে নৌকার প্রচারণা চালান। এ ছাড়া হাতি মার্কার মেয়র প্রার্থী তৈমূরের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছিলেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। নগরীর মেট্রো হল এলাকায় বুধবার দুপুরে তৈমূরের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে বক্তব্য রাখেন শিল্পী আসিফ আকবর। এ সময় তিনি বলেন, ১৬ তারিখ অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে হাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সেই সঙ্গে এই লুটেরা, দুর্নীতিবাজ, ভোটচোর সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয়েছে তাতে শামিল হবেন।  তিনি বলেন, হাতি মার্কার বিজয়ের মধ্য দিয়ে সরকারকে বার্তা দিতে হবে যে, আগামী নির্বাচনে দিনের ভোট রাতে করা যাবে না। ১৬ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন।

সর্বশেষ খবর