শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

রবসনই কিংসের কিং

ক্রীড়া প্রতিবেদক

রবসনই কিংসের কিং

বসুন্ধরা কিংসের টানা তিন লিগ জয়ের মধ্যে দুটিতেই প্রধান ভূমিকা রেখেছেন রবসন রবিনহো। গত মৌসুমে ২১টি গোল করার পাশাপাশি ১০টি গোলে এসিস্ট করেন ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার। চলতি মৌসুমে ১৬টি গোল করেছেন। পাশাপাশি ৭টি গোলে এসিস্টও করেন। আগের মৌসুমের মতো এবারও দারুণ পারফর্ম করেছেন। লিগের প্রথমার্ধে বলতে গেলে একাই দলকে নিয়ে ছুটেছেন শিরোপার পথে। প্রথমদিকে ইনজুরির কারণে সেরা একাদশের অনেকেই ছিলেন না দলে।

রবসন রবিনহো বসুন্ধরা কিংসের জার্সিতে শিরোপা জিতে উচ্ছ্বসিত। দিনকয়েক আগে বসুন্ধরা কিংস অ্যারিনায় আবাহনীকে হারানোর ম্যাচে দুটি গোলও করেন তিনি। গত দুই বছর খেলে কিংসের কিং যেন রবসনই। তিনি বলেন, ‘আমরা টানা লিগ শিরোপা জিতেছি। এটা দারুণ ব্যাপার। দলের সবাই খুব পরিশ্রম করেছে। এর ফলই পেয়েছি আমরা। দলের সবার মধ্যেই এখন ট্রফি জয়ের আনন্দ বিরাজমান।’

 এবারের মৌসুমে লিগ জয়টা বেশ কঠিন ছিল। আমাদের দলে অনেক ইনজুরি ছিল।

 এ ছাড়া অন্য ক্লাবও বেশ শক্তিশালী দল গড়েছিল। এ কারণেই এবারের ট্রফি জয়ের আনন্দ অনেক বেশি।’ রবসন বসুন্ধরা কিংস দলে বেশ জনপ্রিয়। সবাই তাকে খুব পছন্দ করে। মাঠে তার প্রমাণও মিলে। তাকে ঘিরেই দলটা আবর্তিত হয়। রবসনও বললেন, ‘বসুন্ধরা কিংসের সবাই আমার সেরা বন্ধু। আপনার বিশ্বাস না হলে তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন।’

বাংলাদেশে দুই বছর ধরে আছেন রবসন রবিনহো। এখানকার সংস্কৃতির সঙ্গে নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছেন তিনি। রবসন বলেন, ‘এই দেশে অনেকদিন হয়ে গেল। আমি এরই মধ্যে নিজেকে মানিয়ে নিয়েছি পরিবেশের সঙ্গে। তবে এখানকার সবকিছুই ব্রাজিলের চেয়ে অনেক আলাদা। এখনো আমি বাংলাদেশের খাবার খেতে পারি না। কারণ, এখানকার খাবারে অনেক বেশি মসলা থাকে (হাসি)।’ গত দুই বছরে বাংলাদেশের ফুটবলকেও বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন রবসন। তিনি বলেন, ‘বাংলাদেশের ফুটবলে অনেক পরিবর্তনই চোখে পড়ছে। বেশ কিছু তরুণ ও অভিজ্ঞ ফুটবলার ভালো খেলছেন। বিদেশি ফুটবলারদের সঙ্গে তালমিলিয়ে খেলছেন। নামি কোচের অধীনে তাদের উন্নতি হচ্ছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর