শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩

যেভাবে বিশ্বজয় করেছিলেন আলেকজান্ডার

রণক ইকরাম
Not defined
প্রিন্ট ভার্সন
যেভাবে বিশ্বজয় করেছিলেন আলেকজান্ডার

প্রাচীন গ্রিসের ম্যাসিডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি অত্যন্ত সুপুরুষ ছিলেন। বলিষ্ঠ চেহারায় রূপ আর শক্তির মিশেলে তিনি অন্য সব রাজার থেকে ছিলেন স্বতন্ত্র। সিংহের মতোই বিক্রম ছিল তাঁর। মাথায় সব সময় সিংহের চামড়া জড়িয়ে রাখতেন। মাত্র ৩০ বছরের মধ্যেই অ্যাড্রিয়াটিক সাগর থেকে সিন্ধু নদ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হয়ে ওঠেন আলেকজান্ডার। তাঁকে নিয়ে প্রতিনিয়ত তৈরি হতে থাকে নানা রোমাঞ্চকর গল্প...

 

অর্ধেক পৃথিবীর রাজা

যিশুখ্রিস্ট জন্মের ৩০০ বছরেরও বেশি সময় আগের ঘটনা। পৃথিবী দেখেছিল এক বিশাল মাপের রাজাকে। তিনি প্রাচীন গ্রিসের ম্যাসিডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেট। খ্রিস্টপূর্ব ৩৫৬ সালে তাঁর জš§। মাত্র ২০ বছর বয়সে পিতা দ্বিতীয় ফিলিপের স্থলাভিষিক্ত হন তৃতীয় আলেকজান্ডার। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডারকে বলা হতো ‘অর্ধেক পৃথিবীর রাজা’। কারণ গ্রিসের ছোট্ট রাজ্য ম্যাসিডন ছাপিয়ে প্রায় অর্ধেক পৃথিবী জয় করেছিলেন তিনি। অল্প বয়স হলেও সিংহাসন সামলানো তাঁর পক্ষে কঠিন হয়নি। কারণ, লিওনিদাসের মতো একজন যোগ্য প্রশিক্ষকের কাছ থেকে তিনি শরীর বিষয়ে প্রশিক্ষণ লাভ করেছিলেন। আর মাত্র ১৩ বছর বয়সে শিক্ষা পেয়েছিলেন মহান গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কাছ থেকে। মূলত এই সুশিক্ষার কারণেই আলেকজান্ডার প্রচণ্ড শারীরিক দৃঢ়তা ও মেধার পরিচয় দিতে সক্ষম হয়েছিলেন। ছেলেবেলায় আলেকজান্ডারের বাবা ফিলিপ বলেছিলেন, ‘ম্যাসিডন বড়ই ছোট তোমার পক্ষে। একদিন সারা পৃথিবী জয় করবে তুমি।’ বাবার সেই কথাটা সত্যি প্রমাণ করেছিলেন আলেকজান্ডার। তাঁর শাসনামলের বেশির ভাগ সময় তিনি উত্তর-পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়াজুড়ে সামরিক অভিযান পরিচালনা করেন। মাত্র ৩০ বছর বয়সের মধ্যেই তিনি মিসর থেকে শুরু করে উত্তর-পশ্চিম ভারত পর্যন্ত ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সেই আমলের মানচিত্রে চোখ বুলালেই অনুমান করা যাবে কত বড় বীর ছিলেন আলেকজান্ডার। সংক্ষিপ্ত রাজত্বকালে বিশ্বের অধিকাংশ অঞ্চলই জয় করেন তিনি। কয়েক হাজার বছর আগে মৃত্যু হলেও এই বীরের সমাধি আজও রহস্য আর নতুন নতুন প্রশ্নের জš§ দিয়ে চলেছে মানুষের মনে। অত্যন্ত সুপুরুষ ছিলেন আলেকজান্ডার। বলিষ্ঠ চেহারায় রূপ আর শক্তির মিশেলে তিনি অন্য সব রাজার থেকে ছিলেন স্বতন্ত্র। সিংহের মতোই বিক্রম ছিল তাঁর। মাথায় সব সময় সিংহের চামড়া জড়িয়ে রাখতেন। মাত্র ৩০ বছরের মধ্যেই অ্যাড্রিয়াটিক সাগর থেকে সিন্ধু নদ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হয়ে ওঠেন আলেকজান্ডার। তাঁকে নিয়ে প্রতিনিয়ত তৈরি হতে থাকে নানা রোমাঞ্চকর গল্প। তিনি নাকি সাক্ষাৎ দেবতা জিউসের বংশধর। আলেকজান্ডার নিজেও ভাবতে শুরু করেন তাই। সেই আমলে গ্রিসের দেবী আর্টেমিসের মন্দির ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। আলেকজান্ডারের জন্মের দিন সেটি পুড়ে যায়। কথিত হয়ে যায়, স্বয়ং আর্টেমিস নাকি এসেছিলেন আলেকজান্ডারের জন্মের সাক্ষী থাকতে। এ রকম নানা কিংবদন্তিতে ভরপুর সম্রাট আলেকজান্ডারের জীবন। আলেকজান্ডারের বিশ্ব অভিযান তখন চলতেই থাকল। এর মধ্যেই তিনি পারস্য সাম্রাজ্য জয়ের আশায় দারদানেলিস প্রণালি অতিক্রম করেন। এ প্রণালিটি মরমরা সাগর ও এয়িজিন সাগর (অর্থাৎ গ্রিসের পূর্বাংশে ভূমধ্যসাগরের একটি বর্ধিতাংশকে) যুক্ত করেছে। আলেকজান্ডার তিনটি বড় ধরনের যুদ্ধ করে ৩৩০ খ্রিস্টপূর্বে পারস্য-নেতা তৃতীয় ডরিয়াসকে হত্যা করেন। আলেকজান্ডার পারস্যবাসীর পরাজয় ঘটান ৩৩১ খ্রিস্টপূর্বে। এরপর তিনি অগ্রসর হন আরও পূর্বদিকে। ভারতের উত্তর-পশ্চিম দিকে। যে বা যারাই আলেকজান্ডারের কর্তৃত্ব মানতে অস্বীকৃতি জানিয়েছে, আলেকজান্ডার তাঁকেই পরাভূত করেন। অভিযান চালিয়ে যেতে মুখিয়ে ছিলেন আলেকজান্ডার। কিন্তু সেনাবাহিনী বাদ সাধল। বিশাল সেনাবাহিনীর বাধার মুখে পূর্বমুখী অভিযান বন্ধ করতে বাধ্য হলেন আলেকজান্ডার।

 

ভারতবর্ষে এসে জানলেন ব্যাবিলনই তাঁর শেষ গন্তব্য

খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দের মে মাস। সারা বিশ্ব কাঁপিয়ে দেওয়া এই বীরের বয়স তখন ৩৩। সিংহাসনে আরোহণের পর এক যুগেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন চেনা পৃথিবীর অনেকটা জয় করতে। আলেকজান্ডারের স্বপ্ন ছিল, তাঁর বিশাল এ সাম্রাজ্যের আরও বহুদূর পর্যন্ত বিস্তৃতি ঘটাবেন। কিন্তু তাঁর সে স্বপ্ন কখনই বাস্তবে রূপ নেয়নি। সেনাবাহিনীর বাধার মুখে কয়েক বছরের সামরিক অভিযান শেষ করে আলেকজান্ডার ফিরে এলেন বাগদাদে। এই সুযোগে তিনি বিশ্রামে গেলেন। সেই সঙ্গে তাঁর পরবর্তী অভিযানের ছকও আঁকতে লাগলেন। ২৯ জুন তিনি তাঁর ঘনিষ্ঠ এক বন্ধুর আমন্ত্রণে এক ভোজসভায় যোগ দেন। দিনব্যাপী এ আয়োজনে আলেকজান্ডার প্রচুর মদপান করেন। এক সময় অস্বস্তি বোধ করেন। ‘তাঁর ভালো লাগছে না’, এ কথা বলে ঘুমাতে চলে যান আলেকজান্ডার। কাঁপুনি দিয়ে প্রচণ্ড জ্বর ওঠে তাঁর। দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটে। তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে, বিছানা থেকে উঠতে পারছিলেন না। বিশ্বজয়ী এই বীর এর ১০ দিন পর মারা যান। তবে আলেকজান্ডারের মৃত্যু নিয়ে নানা বিতর্ক রয়েছে। ভারতবর্ষ জয় করতে এলে সেখানকারই এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন, ব্যাবিলনই আলেকজান্ডারের শেষ গন্তব্য। ভারতবর্ষ থেকে ব্যাবিলনে যাওয়ার কোনো পূর্বপরিকল্পনা না থাকলেও নিয়তিই যেন তাঁকে সেখানে নিয়ে যায়। সাধারণভাবে আলেকজান্ডারের মৃত্যুর ঘটনা এভাবে বলা হলেও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো অজানা।

 

সাম্রাজ্য ভাগবাটোয়ারা করে নেন তাঁরই জেনারেলরা

ইতিহাসবিদরা বছরের পর বছর ধরে এ নিয়ে নানা বিতর্ক করে চলেছেন। কারও কারও মতে, মদ কিংবা জ্বর নয়, বিষ প্রয়োগে মৃত্যু হয়েছে তাঁর। আবার কেউ বলছেন, ম্যালেরিয়ায় মারা গেছেন আলেকজান্ডার। এক দলের দাবি টাইফয়েডে। আবার অনেকেই অন্যান্য রোগের নাম বলেছেন। তবে সবাই এ ব্যাপারে একমত, আলেকজান্ডার মারা যান খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে। আবার অধিকাংশ সূত্র এটাও নিশ্চিত করেছে যে, মৃত্যুর আগে তিনি প্রচণ্ড জ্বরে ভুগেছিলেন। টানা ১০ দিন চলে এ জ্বর। আলেকজান্ডারের মৃত্যুর পর তাঁর সাম্রাজ্য খণ্ড খণ্ড করে ভাগবাটোয়ারা করে নেন তাঁর জেনারেলরা। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় তাঁর গড়া বিশাল সাম্রাজ্য। গ্রিক ইতিহাসবিদ অ্যারিয়ান আলেকজান্ডারের মৃত্যুর ৩৫০ বছর পর মহাবীরের মৃত্যুর একটা বর্ণনা দিয়ে গেছেন। অ্যারিয়ান যদিও আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন না, তবু তাঁর এই বর্ণনার আলাদা একটি গ্রহণযোগ্যতা রয়েছে। কারণ তিনি নাকি আলেকজান্ডারের রয়্যাল ডায়েরি অনুসরণ করে লিখেছিলেন। এই রয়্যাল ডায়েরিতে আলেকজান্ডারের সব অভিযানের সমকালীন কালপঞ্জির পুঙ্খানুপুঙ্খ উল্লেখ রয়েছে। অ্যারিয়ানের সেই লেখা অনুসারে আলেকজান্ডারের মৃত্যুর ঘটনাপঞ্জি এ রকম।

 

কেমন ছিল মৃত্যুর আগের দিনগুলো

বিশ্রামে আসার পর আলেকজান্ডার ডিভাইন সেক্রিফাইস বা ঐশ্বরিক উৎসর্গগুলো শেষ করেন। মূলত সৌভাগ্য অর্জনের লক্ষ্যে যাজকদের পরামর্শে এসব করেন তিনি। রাতে তিনি তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে প্রচুর মদপান করেন। কেউ কেউ বলেন, তিনি চেয়েছিলেন মদের আসর ছেড়ে বিছানায় যেতে। কিন্তু তখন মেডিয়াসের সঙ্গে তাঁর দেখা হয়। মেডিয়াস ছিলেন আলেকজান্ডারের সঙ্গীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত। মেডিয়াস তাঁকে আসর ছেড়ে না যাওয়ার অনুরোধ করেন। কারণ আলেকজান্ডারকে ছাড়া আসর জমবে না।

প্রথম দিন : ‘রয়্যাল ডায়েরিজ’ থেকে জানা যায়, তিনি প্রচুর মদপান করেন। এ সময় মেডিয়াসের সঙ্গে হৈহুল্লোড় করে মদোৎসব পালন করেন। এক সময় আসর ভাঙে। উঠে গিয়ে গোসল করে শুতে যান ও ঘুমিয়ে পড়েন। এরপর আবার ফিরে আসেন মেডিয়াসের সঙ্গে রাতের খাবার খেতে। গভীর রাত পর্যন্ত প্রচুর মদপান করেন। পান শেষে আবার গোসল করে সামান্য খাবার খেয়ে শুতে যান। এরই মধ্যে তার শরীরে জ্বর উঠে গেছে।

দ্বিতীয় দিন : কাস্টমারি সেক্রিফাইসের জন্য আলেকজান্ডারকে প্রতিদিনই কোচে করে বহন করে নেওয়া হতো। এটি সম্পাদনের পর তিনি সন্ধ্যা পর্যন্ত শুয়ে থাকতেন মেনস অ্যাপার্টমেন্টে। এ সময় তিনি তাঁর অফিসারদের আগামী অভিযান ও সমুদ্রযাত্রা সম্পর্কে নির্দেশনা দেন। নির্দেশনার মধ্যে ছিল স্থলবাহিনী প্রস্তুত করা, পরদিন তাঁর সঙ্গে নৌযাত্রা শুরু ইত্যাদি। এরপর আলেকজান্ডারকে কোচে করে নদীতীরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি একটি নৌকায় ওঠেন। এ নৌকা করে চলে যান বাগানে। সেখানে গোসল করে আবার বিশ্রামে যান।

তৃতীয় দিন : পরদিন আবার গোসল করে নির্দেশিত সেক্রিফাইস বা উৎসর্গ সম্পন্ন করেন। এরপর নিজের কক্ষে ঢোকেন। শুয়ে শুয়ে কথা বলেন মেডিয়াসের সঙ্গে। অফিসারদের পরদিন সকালে তাঁর সঙ্গে দেখা করার নির্দেশ দিয়ে সামান্য খাবার খান। তাঁকে বহন করে নেওয়া হয় তাঁর কক্ষে। সারা রাত শুয়ে থাকেন জ্বর নিয়ে।

চতুর্থ দিন : সকালে গোসল করেন এবং সেক্রিফাইস বা বলিদান সম্পাদন করেন। নিয়ারকাস ও অন্যান্য অফিসারকে নির্দেশ দেন দুই দিন পর সমুদ্র অভিযানের জন্য তৈরি হতে।

পঞ্চম দিন : পরদিন তিনি আবার গোসল সেরে সেক্রিফাইস সম্পন্ন করেন। এর পরও তাঁর দেহে জ্বর অব্যাহত থাকে। তার পরও তিনি অফিসারদের ডেকে আনেন এবং অভিযানে যাওয়ার জন্য সবকিছু তৈরি করতে বলেন। বিকালে গোসলের পর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন।

ষষ্ঠ দিন : পরদিন তাঁকে ড্রাইভিং প্লেসের হাউসে নেওয়া হয়। সেখানে তিনি সেক্রিফাইস সম্পন্ন করেন। শরীর খারাপ সত্ত্বেও ঊর্ধ্বতন অফিসারদের ডেকে আনেন এবং অভিযানের ব্যাপারে নতুন করে নির্দেশনা দেন।

সপ্তম দিন : পরদিন দুর্বল থাকা সত্ত্বেও কোনোমতে সেক্রিফাইস সম্পন্ন করেন। তিনি জেনারেলদের হলে থাকতে বলেন। ব্রিগেডিয়ার ও কর্নেলরা থাকবেন সামনের দরজার কাছে। এবার তিনি খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বাগান থেকে ফিরিয়ে নেওয়া হয় রয়্যাল অ্যাপার্টমেন্টে। অফিসাররা যখন প্রবেশ করেন, তখন তিনি তাদের চিনতে পারলেন। কিন্তু তাদের সঙ্গে একটি কথাও বলেননি।

অষ্টম নবম দিন : রাতে তাঁর শরীরে খুব বেশি জ্বর ওঠে। আরেকটা দিন কাটল এভাবেই। পরের দিন, এর পরের দিনও জ্বর থামেনি।

 

মহাবীরের শেষ যাত্রা

বিখ্যাত ইতিহাসবিদ প্লুটার্কের বর্ণনায় পাওয়া যায়, মৃত্যুর পর ছয় দিন ধরে আলেকজান্ডারের দেহটি একটি সাধারণ কফিনে ফেলে রাখা হয়েছিল। কেননা, রাজার মৃত্যুর পর সবাই ব্যস্ত ছিল শোকে আর পরবর্তী সরকার গঠনের রাজনীতি নিয়ে। হঠাৎ সবার খেয়াল হলো যে, আসল কাজটিই তারা করেননি। যে তাঁবুর ভিতরে সাধারণ কফিনটি রাখা হয়েছিল সবাই ছুটে গেলেন সেখানে। সাধারণত এত দিনে মৃতদেহ পচে যাওয়ারই কথা। তবে সেখানে গিয়ে সবাই নাকি হতবাক হয়ে যান। কফিন খুলে দেখা গেল, মৃতদেহটির কোনো ক্ষতি তো হয়ইনি বরং সেটি বেশ অক্ষতই রয়েছে। আলেকজান্ডারের অনুসারীরা শেষ বিদায়ের কাজে লেগে পড়লেন। মহাবীরের মৃতদেহের জন্য অতি যত্নে প্রায় দুই বছর ধরে তৈরি করা হলো সুদৃশ্য মানবাকৃতির শবাধার। এই দুই বছর নাকি তাঁর মৃতদেহ সংরক্ষণ করা হয়। তৈরি করা হয় এক বিশাল সোনার শববাহী গাড়ি। সোনার কফিনের মধ্যে তাঁর মৃতদেহ রেখে দ্বিতীয় একটি সোনার কাসকেটে ভরা হয়। তারপর সব অস্ত্রশস্ত্রসুদ্ধ কফিনটি তোলা হয় গাড়িতে। সে এই জমকালো ব্যাপার। ডিওডোরাস নামে এক প্রাচীন ঐতিহাসিকের লেখায় রয়েছে এই মহাযজ্ঞের বিশদ বিবরণ। সেনাপতি পারডিকাসের নেতৃত্বে শববাহী গাড়ি চলতে লাগল মেসিডোনিয়ার উদ্দেশে। কিন্তু গ্রিসে যাওয়ার আগেই চুরি হয়ে যায় আলেকজান্ডারের মৃতদেহ বহনকারী কফিনটি। ধারণা করা হয়, শবযাত্রাটি সিরিয়া পৌঁছলে টলেমি লগোস, যিনি কি না আলেকজান্ডারেরই বাহিনীর সাবেক এক সেনাধ্যক্ষ ছিলেন, সিরিয়ান বাহিনী নিয়ে আক্রমণ করেন এবং লাশবাহী কফিনটিকে মেসিডোনিয়ার দিকে নিয়ে যান। সেখানে যে ছোটখাটো একটি যুদ্ধ হয়েছিল, এর প্রমাণও পাওয়া যায়।

সমাধিবাহী গাড়িটি বেমালুম ছিনতাই করে প্রথমে সিরিয়া, তারপর মিসরের মেমফিসে চলে গেলেন। আসলে এই অভিনব চুরির পেছনে রয়েছে এক ভবিষ্যদ্বাণী। আলেকজান্ডারের রাজজ্যোতিষী অ্যারিস্টান্ডার বলেছিলেন, ‘যেখানে তাঁর সমাধি হবে, সেই দেশ হবে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধিশালী।’ আর এ ভবিষ্যদ্বাণীর কথা মাথায় রেখেই চুরির কাণ্ড ঘটান টলেমি। ভেবেছিলেন, মিসরে সম্রাটের দেহ সমাধিস্থ করলে এর উন্নতি কেউ ঠেকাতে পারবে না। তারপর তিনি এখানকার রাজা হয়ে বসবেন। টলেমির ইচ্ছা অবশ্য ফলেছিল। টলেমির বংশ অনেক দিন রাজত্ব চালায় মিসরে। বহুদিন পরে যে বংশের বিখ্যাত রানি হন ক্লিওপেট্রা। যাই হোক, এসব ভেবেই আলেকজান্ডারের শেষ যাত্রা বাধাপ্রাপ্ত হলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো- মিসরীয় প্রথায় সমাধিস্থ করা হলো গ্রিক সম্রাটকে। এটুকু পর্যন্ত হলে না হয় কথা ছিল না। কিন্তু এর পরও আলেকজান্ডারের শবদেহ নিয়ে চলে টানাহেঁচড়া। খ্রিস্টপূর্ব চারের শেষ বা তিন শতকের প্রথম দিক। তখন প্রথম টলেমির ছেলে দ্বিতীয় টলেমি মিসরের ফারাও হলেন। তাঁর নির্দেশে আলেকজান্ডারকে মেমিফস থেকে আলেকজান্দ্রিয়ায় নিয়ে আসা হলো। এবার আলেকজান্ডারকে সমাধিস্থ করা হলো তাঁরই নামে রাখা শহরে। তারও কিছুদিন পর বর্তমানে রাজার মনে হলো প্রয়াত রাজার প্রতি আর একটু বেশি সম্মান দেখানো উচিত। তখন শহরের মাঝখানে ‘সোমা বা সেমা’ (গ্রিক ভাষায় দেহ) নামে একটি মসোরিয়াম (সৌধ) করে তাঁকে চিরকালের মতো বিশ্রাম দেওয়া হয়।

স্ট্রাবো, প্লুটার্ক এবং আরও অনেক পৌরাণিক যুগের লেখকের লেখায় প্রমাণ পাওয়া যায়, আলেকজান্ডারকে আলেকজেন্দ্রিয়ায়ই সমাহিত করা হয়। আলেকজান্ডারের সমাধিকে ঘিরে বানানো হয় এক সমাধিমন্দির, যেটিকে ডাকা হতো সোমা বা সেমা নামে। গ্রিক ভাষায় যার অর্থ সমাধি। কিন্তু পরে কোনো এক কারণে সমাধিমন্দিরটি আর খুঁজে পাওয়া যায়নি। গবেষকদের ধারণা, এর বাইরেও ঘটেছে নানা ঘটনা। এবারের ঘটনার পেছনে মূল রহস্য আলেকজান্ডারের দেহাবশেষ নয়, বরং সেটি রাখার জন্য তৈরি সোনার কফিন। সমাধিসৌধের বড় বড় পাঁচিলের আড়ালে আলেকজান্ডারের সোনার কফিন কোথায় হারিয়ে গেল? শোনা যায় টলেমিদেরই এক উত্তরাধিকারী, নবম টলেমি নাকি আলেকজান্ডারের সোনার কফিন পাল্টে দেন ক্রিস্টালে। এরপর পুরনো সোনার কফিনটি গলিয়ে মুদ্রা করে নেন লোভী রাজা। আলেকজান্ডারের খ্যাতি ছিল বিশ্বজোড়া। আর তাই যিশুখ্রিস্টের জন্মের ৪৫ বছর আগে তাঁর সমাধি দেখতে অগাস্টাস, ক্যালিগুলা, জুলিয়াস সিজারের মতো ডাকসাইটে রোমান সম্রাটরা আলেকজান্দ্রিয়ায় এসেছিলেন বলে জানা যায়। সম্রাট ক্যালিগুলা নাকি তাঁর সারকোফেগাসের (মানুষের মতো দেখতে শবাধার) বুক থেমে বর্ম ছিঁড়ে স্মারক হিসেবে রেখেও দেন। আর রাজা অগাস্টাস সমাধির ওপরে ফুল ছড়িয়ে দেন, মমির মাথায় পরিয়ে দেন মুকুট।

তবে তিনি নাকি সারকোফেগাসের ওপর ঝুঁকে রাজাকে চুমু খেতে গিয়ে তাঁর নাকও ভেঙে দিয়েছিলেন! যদিও এ ধরনের সম্মান জানানো অনেকেরই পছন্দ হয়নি।

তখনো আলেকজান্ডারের সমাধি নিয়ে খুব একটা গণ্ডগোলের কথা শোনা যায়নি। তৃতীয় শতক পর্যন্ত এ সৌধ সাধারণ জনগণকে দেখার অনুমতি দেওয়া হয়নি। এ মহান বীরের মৃতদেহ যদি সেখানেই চিরকালের জন্য থাকত, তাহলে তো আর কথা ছিল না। কিন্তু আবারও ঘটল এক দুর্ঘটনা।

 

গ্রিসে আলেকজান্ডারের সমাধি খুঁজে পাওয়ার দাবি করা হলেও নিশ্চিত নন গবেষকরা

কোথায় আলেকজান্ডারের সমাধি

(৩৭৯-৩৯৫) সময়কালে আলেকজান্দ্রিয়ায় ব্যাপক ক্ষতিসাধিত হয়। পঞ্চদশ শতকে এ শহরের গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। এর পাঁচ দশক পরই হঠাৎ আলেকজান্ডারের সমাধি অদৃশ্য হয়ে যায়। কিন্তু বিখ্যাত এ গ্রিক সম্রাটের দেহাবশেষ কোথায় রাখা আছে- তার উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনেকের দাবি, গ্রিক সম্রাট আলেকজান্ডারের দেহাবশেষ চলে যায় বহুদূরে বেনিসের সেন্টমার্ক গোরস্থানে। কিন্তু কেন? ইতিহাস তার উত্তর পায়নি। অসংখ্য অনুসন্ধান চালিয়েও মিসরের পুরাতত্ত্ববিদরা বলতে পারেননি, কোথায় রয়েছে রাজার শেষ স্মৃতি। তবে মাঝে-মধ্যে হঠাৎই এক-আধটা আবিষ্কারে চমকে ওঠেন সবাই। সম্প্রতি যেমন হলো এক সময় যেখানে ম্যাসিডন ছিল, সেখানে প্রাচীন শহর অ্যামপিফোলিসের কাস্তা সমাধিক্ষেত্রে পাওয়া গেল মার্বেলে মোড়া এক রাজকীয় সমাধির খোঁজ। সবাই বলাবলি করতে লাগল- পাওয়া গেছে, পাওয়া গেছে! এটির সঙ্গে আলেকজান্ডারের সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছেন এখন তাঁরা। ধারণা করা হচ্ছে, এই সমাধিমন্দিরটি নির্মাণ করা হয় খ্রিস্টপূর্ব ৩২৫ থেকে ৩০০ সালের মধ্যবর্তী কোনো এক সময়ে। তবে অনেকেই এখন মনে করছেন, সমাধিমন্দিরটি আলেকজান্ডারের মা অলিম্পিয়াসের। সমাধিমন্দিরের ভিতর পাওয়া মার্বেল পাথর দিয়ে বানানো স্ত্রী-মূর্তিটি সে কথাই বলে। তখনকার অভিজাত নারীদের কবরে পাওয়া যেত এই মূর্তি। একই সমাধি নিয়ে রয়েছে আরও মত। বলা হয়, রোমান সম্রাট ক্যালিগুলা ছিলেন আলেকজান্ডারের শৌর্যবীর্যের খুব ভক্ত। তিনি মিসরে রাজার সমাধির গল্পে দুঃখ পান। তাই দ্বিতীয় খ্রিস্টাব্দ নাগাদ সসম্মানে তাঁকে স্বদেশ গ্রিসে এনে সমাধিস্থ করেন। এখানেও প্রশ্ন থেকে যায়। অনেকেই বলেন, সমাধিটি আলেকজান্ডারের জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু টলেমি সম্রাটের শববাহী গাড়ি নিয়ে কেটে পড়ায় এটি পরিত্যক্ত ছিল। পরে রাজপরিবারেরই কাউকে এখানে সমাধিস্থ করা হয়। ফলে আজও এ কাহিনির ইতি টানা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা এখনো হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন রাজা আলেজান্ডারের সমাধি। অবশ্য ১৮৮৭ সালে লেবানন থেকে একটি শিল্পকীর্তি আবিষ্কার হয়। সেটি একটি শবাধার, যা বর্তমানে রাখা আছে ইস্তাম্বুল জাদুঘরে। সেটির নামফলকে লেখা ‘আলেকজান্ডার সারকোফেগাস’। অর্থাৎ আলেকজান্ডারের শবাধার। সেই হিসেবে আলেকজান্ডারের শবাধার মিলেছে বলে স্থাপত্যবিদরা দাবি করলেও ইতিহাসবিদরা একমত নন। তাঁদের মতে, এটি সম্ভবত সিডনের রাজা ‘আবদালোনিমাস’র। সম্ভবত শবাধারটির গায়ে আলেকজান্ডার ও তাঁর সেনাবাহিনীর ছবি খোদাই থাকায় এটি জাদুঘরে ঠাঁই পেয়েছে। যাকে সবাই চেনে আলেকজান্ডারের সমাধি হিসেবে।

তাহলে কোথায় আলেকজান্ডারের প্রকৃত সমাধি? ইতিহাসবিদদের ধারণা, গ্রিক বীরের শেষ সমাধিটি সম্ভবত ২৭০ খ্রিস্টাব্দে ভেঙে ফেলে দুষ্কৃতকারীরা। অবশ্য এর পরও অনেকেই আলেকজান্ডারের সমাধি দেখার দাবি করেছেন। এদের মধ্যে আছেন ইতিহাসবিদ ও পর্যটক ইবনে আবদেল হাকাম, আল মাসুদি, লিও দ্য আফ্রিকানসহ অনেকেই। কিন্তু এরা শুধু দেখার কথাই বলেছিলেন। কোথায় দেখেছিলেন তার স্পষ্ট উল্লেখ নেই। আর এভাবেই এখনো রহস্য হয়ে রয়েছে আলেকজান্ডার দ্য গ্রেটের সমাধি। সময়ের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক স্থানসমূহের পরিবর্তন ঘটেছে। বিভিন্ন দেশের মানচিত্রেও এসেছে নানা পরিবর্তন। তাই অনেক ঐতিহাসিক স্থানেরই এখন আর অস্তিত্ব নেই। অনেক স্থানেই তৈরি হয়েছে বিশাল বিশাল অট্টালিকা। এর ফলে দিন দিন এ রহস্যের উন্মোচন করা আরও কঠিন হয়ে পড়ছে।

তার পরও বিজ্ঞানীদের মতো আমরাও আশায় আছি একদিন না একদিন হয়তোবা এ রহস্যের যবনিকাপাত ঘটবে। আর ততদিন পর্যন্ত এ রাজকাহিনির শেষটা হয়ে থাকবে এক রহস্যের আধার।

 

মৃত্যুশয্যায় তিন ইচ্ছা

মৃত্যুশয্যায় আলেকজান্ডার তাঁর সেনাপতিদের ডেকে বলেছিলেন, ‘আমার মৃত্যুর পর তিনটি ইচ্ছা তোমরা পূরণ করবে। এতে যেন কোনো ব্যত্যয় না ঘটে। প্রথম অভিপ্রায়, শুধু চিকিৎসকরা আমার কফিন বহন করবেন। দ্বিতীয় অভিপ্রায়, আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে নিয়ে যাওয়া হবে, সেই পথে কোষাগারে সংরক্ষিত সোনা, রুপা ও অন্যান্য মূল্যবান পাথর ছড়িয়ে দিতে হবে। শেষ ইচ্ছা, কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখতে হবে।’ তাঁর মৃত্যুশয্যায় উপস্থিত লোকজন মহাবীর আলেকজান্ডারের এই অদ্ভুত অভিপ্রায়ে বিস্মিত হন। কিন্তু এ ব্যাপারে তাঁকে কিছু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিলেন না কেউ। তখন আলেকজান্ডারের একজন প্রিয় সেনাপতি তাঁর হাতটা তুলে ধরে চুম্বন করে বলেন, ‘হে মহামান্য, অবশ্যই আপনার সব অভিপ্রায় পূর্ণ করা হবে; কিন্তু আপনি কেন এই বিচিত্র অভিপ্রায় ব্যক্ত করলেন?’ দীর্ঘ একটা শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, ‘আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে বলেছি এ কারণে যে, যাতে লোকে অনুধাবন করতে পারে চিকিৎসকরা আসলে কোনো মানুষকে সারিয়ে তুলতে পারেন না। তাঁরা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে কাউকে রক্ষা করতে অক্ষম। গোরস্থানের পথে সোনা-দানা ছড়িয়ে রাখতে বলেছি কারণ মানুষকে এটা বোঝাতে যে, ওই সোনা-দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। আমি এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক ধন-সম্পদের পেছনে ছোটা সময়ের অপচয় মাত্র। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে, খালি হাতে আমি এই পৃথিবীতে এসেছিলাম, আবার খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি।’

এই বিভাগের আরও খবর
মূল্যবান যা কিছু...
মূল্যবান যা কিছু...
রহস্যময় গোপন স্থান
রহস্যময় গোপন স্থান
রোগের মায়াজমা তত্ত্ব : ‘দূষিত বাতাস’ বা ‘দুর্গন্ধ’ ছিল মৃত্যুর কারণ
রোগের মায়াজমা তত্ত্ব : ‘দূষিত বাতাস’ বা ‘দুর্গন্ধ’ ছিল মৃত্যুর কারণ
ক্যালরিক তত্ত্ব : তাপ যখন ছিল কেবল এক অদৃশ্য তরল!
ক্যালরিক তত্ত্ব : তাপ যখন ছিল কেবল এক অদৃশ্য তরল!
লুমিফেরাস ইথার : যে পদার্থের আসলে কোনো অস্তিত্বই ছিল না
লুমিফেরাস ইথার : যে পদার্থের আসলে কোনো অস্তিত্বই ছিল না
সম্প্রসারণশীল পৃথিবী : যখন মহাদেশের রহস্য ভুল পথে হেঁটেছিল
সম্প্রসারণশীল পৃথিবী : যখন মহাদেশের রহস্য ভুল পথে হেঁটেছিল
ফ্লজিস্টন তত্ত্ব : বৈজ্ঞানিক কল্পনা থেকে বাস্তবতার পথে
ফ্লজিস্টন তত্ত্ব : বৈজ্ঞানিক কল্পনা থেকে বাস্তবতার পথে
কোল্ড ফিউশন : উনবিংশ শতাব্দীর যে স্বপ্ন অধরাই রয়ে গেল
কোল্ড ফিউশন : উনবিংশ শতাব্দীর যে স্বপ্ন অধরাই রয়ে গেল
স্টেডি-স্টেট ইউনিভার্স : মহাবিশ্বের এক চিরন্তন রহস্যের সমাপ্তি
স্টেডি-স্টেট ইউনিভার্স : মহাবিশ্বের এক চিরন্তন রহস্যের সমাপ্তি
বৈজ্ঞানিক বিভ্রান্তি : এন-রে এবং ফ্রান্সের একটি কাল্পনিক বিকিরণ
বৈজ্ঞানিক বিভ্রান্তি : এন-রে এবং ফ্রান্সের একটি কাল্পনিক বিকিরণ
নতুন বরফ যুগের সূচনা : যে ধারণা শুধুই রহস্যের জন্ম দিয়েছিল
নতুন বরফ যুগের সূচনা : যে ধারণা শুধুই রহস্যের জন্ম দিয়েছিল
বিজ্ঞানের ভয়ানক যত ভুল
বিজ্ঞানের ভয়ানক যত ভুল
সর্বশেষ খবর
কসোভোতে জুলাইয়ের তাপপ্রবাহে ভাঙল ৩৮ বছরের রেকর্ড
কসোভোতে জুলাইয়ের তাপপ্রবাহে ভাঙল ৩৮ বছরের রেকর্ড

১২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে শাবিতে বিক্ষোভ সমাবেশ
বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে শাবিতে বিক্ষোভ সমাবেশ

১৯ মিনিট আগে | ক্যাম্পাস

কুড়িগ্রামে নদীর পানি ফের বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত
কুড়িগ্রামে নদীর পানি ফের বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

৪৫ মিনিট আগে | দেশগ্রাম

ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত
ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

নিখোঁজের ৪০ ঘণ্টা পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার
নিখোঁজের ৪০ ঘণ্টা পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

টি-টোয়েন্টিতে কোহলিকে টপকে গেলেন ওয়ার্নার
টি-টোয়েন্টিতে কোহলিকে টপকে গেলেন ওয়ার্নার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিছিল থেকে পুলিশের ওপর হামলা: গ্রেফতার ১৮
মিছিল থেকে পুলিশের ওপর হামলা: গ্রেফতার ১৮

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ভোট নিয়ে যারা ষড়যন্ত্র করবে রাজনীতি থেকে তারা হারিয়ে যাবে: টুকু
ভোট নিয়ে যারা ষড়যন্ত্র করবে রাজনীতি থেকে তারা হারিয়ে যাবে: টুকু

২ ঘণ্টা আগে | রাজনীতি

ফিশিং বোটে নিষিদ্ধ সরঞ্জাম স্থাপন, ভারতীয় নাগরিকসহ আটক ৪
ফিশিং বোটে নিষিদ্ধ সরঞ্জাম স্থাপন, ভারতীয় নাগরিকসহ আটক ৪

২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

উদ্যোক্তা সৃষ্টি হলে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে : মেয়র শাহাদাত
উদ্যোক্তা সৃষ্টি হলে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে : মেয়র শাহাদাত

২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু

৩ ঘণ্টা আগে | রাজনীতি

‘প্রবাসীদের রেমিট্যান্সে অর্থনীতি মজবুত অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে’
‘প্রবাসীদের রেমিট্যান্সে অর্থনীতি মজবুত অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে’

৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

৩ ঘণ্টা আগে | জাতীয়

গোবিপ্রবিতে ‘কোনটাকে বলি সংবাদ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ‘কোনটাকে বলি সংবাদ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ধরলায় ভেসে আসা ভারতীয় শিশুর মরদেহ হস্তান্তর
ধরলায় ভেসে আসা ভারতীয় শিশুর মরদেহ হস্তান্তর

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বেসরকারি খাতে আস্থার সংকট রয়েছে : অর্থ উপদেষ্টা
বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বেসরকারি খাতে আস্থার সংকট রয়েছে : অর্থ উপদেষ্টা

৩ ঘণ্টা আগে | জাতীয়

গাজায় তীব্র বোমাবর্ষণ, কি বলছে আন্তর্জাতিক মহল?
গাজায় তীব্র বোমাবর্ষণ, কি বলছে আন্তর্জাতিক মহল?

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইএল টি-টোয়েন্টি: দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ
আইএল টি-টোয়েন্টি: দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ব্রেভিসের রেকর্ড গড়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়
ব্রেভিসের রেকর্ড গড়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ডারউইনে প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ ‘এ’ দল
ডারউইনে প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ ‘এ’ দল

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খাদের কিনারা থেকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা
খাদের কিনারা থেকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে: তারেক রহমান
ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে: তারেক রহমান

৫ ঘণ্টা আগে | রাজনীতি

মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমানের মায়ের ইন্তেকাল
মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমানের মায়ের ইন্তেকাল

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ
টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণে কমেছে ভোগান্তি, বাড়ছে দর্শনার্থী
দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণে কমেছে ভোগান্তি, বাড়ছে দর্শনার্থী

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে কী বলছে ভারত
পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে কী বলছে ভারত

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সত্যিই কি ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ?
সত্যিই কি ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্যাংকে টাকা তুলতে হয়রানি
ব্যাংকে টাকা তুলতে হয়রানি

১৪ ঘণ্টা আগে | অর্থনীতি

বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ
বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের শুল্কারোপ : চীন-ভারত থেকে পোশাকের আরও ক্রেতা আসছে বাংলাদেশে
ট্রাম্পের শুল্কারোপ : চীন-ভারত থেকে পোশাকের আরও ক্রেতা আসছে বাংলাদেশে

১২ ঘণ্টা আগে | অর্থনীতি

সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা দায়ের
সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা দায়ের

১১ ঘণ্টা আগে | নগর জীবন

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাত জরুরি নির্দেশনা
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাত জরুরি নির্দেশনা

৯ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি বিক্রি হচ্ছে
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি বিক্রি হচ্ছে

১০ ঘণ্টা আগে | জাতীয়

মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় স্বাক্ষর
মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় স্বাক্ষর

১৪ ঘণ্টা আগে | জাতীয়

‘গাজায় ইসরায়েলিদের ভয়াবহতার বর্ণনা দেওয়ার ভাষা নেই’
‘গাজায় ইসরায়েলিদের ভয়াবহতার বর্ণনা দেওয়ার ভাষা নেই’

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সত্যিই কি বিয়ে করতে চলেছেন রোনালদো? জর্জিনার নতুন পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
সত্যিই কি বিয়ে করতে চলেছেন রোনালদো? জর্জিনার নতুন পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোপনে ২২শ’ কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার
গোপনে ২২শ’ কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার

৬ ঘণ্টা আগে | জাতীয়

ভয়ে পালাচ্ছে বাঙালি শ্রমিকরা, দিল্লি, নয়ডা, গুরুগ্রামে গৃহকর্মীর তীব্র সংকট!
ভয়ে পালাচ্ছে বাঙালি শ্রমিকরা, দিল্লি, নয়ডা, গুরুগ্রামে গৃহকর্মীর তীব্র সংকট!

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আরব আমিরাত ক্লাউড সিডিংয়ে সাফল্য পাচ্ছে, বাড়ছে বৃষ্টিপাত
আরব আমিরাত ক্লাউড সিডিংয়ে সাফল্য পাচ্ছে, বাড়ছে বৃষ্টিপাত

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৫ আগস্ট ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার, টুঙ্গিপাড়ায় আলাদা ব্যবস্থা
১৫ আগস্ট ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার, টুঙ্গিপাড়ায় আলাদা ব্যবস্থা

১১ ঘণ্টা আগে | জাতীয়

ড্যাপ সংশোধনের খসড়া চূড়ান্ত, অনুমোদনের জন্য যাবে উপদেষ্টা পরিষদে
ড্যাপ সংশোধনের খসড়া চূড়ান্ত, অনুমোদনের জন্য যাবে উপদেষ্টা পরিষদে

১০ ঘণ্টা আগে | নগর জীবন

দাম নিয়ন্ত্রণে পিঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে : বাণিজ্য উপদেষ্টা
দাম নিয়ন্ত্রণে পিঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে : বাণিজ্য উপদেষ্টা

১১ ঘণ্টা আগে | অর্থনীতি

ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম আর নেই
ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম আর নেই

১০ ঘণ্টা আগে | জাতীয়

বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের ধাক্কায় ভয়াবহ অগ্নিকাণ্ড
বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের ধাক্কায় ভয়াবহ অগ্নিকাণ্ড

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে রাশিয়ার সহায়তা চাইছে সিরিয়া
ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে রাশিয়ার সহায়তা চাইছে সিরিয়া

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেলুচ আর্মিকে ‘সন্ত্রাসী’ তকমা দিল যুক্তরাষ্ট্র
বেলুচ আর্মিকে ‘সন্ত্রাসী’ তকমা দিল যুক্তরাষ্ট্র

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির
হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

নির্বাচনকে বিলম্বিত করতে এখনও ষড়যন্ত্র চলমান : রিজভী
নির্বাচনকে বিলম্বিত করতে এখনও ষড়যন্ত্র চলমান : রিজভী

১১ ঘণ্টা আগে | রাজনীতি

আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আটক ১৮
আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আটক ১৮

১২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

হাইকোর্টে প্রবেশের মুখে ইয়াবা, মদ ও হেরোইনসহ আটক ১
হাইকোর্টে প্রবেশের মুখে ইয়াবা, মদ ও হেরোইনসহ আটক ১

১০ ঘণ্টা আগে | নগর জীবন

৯৩৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ
৯৩৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ

৯ ঘণ্টা আগে | জাতীয়

যেসব উপকার পেতে খাবেন আনারস
যেসব উপকার পেতে খাবেন আনারস

১৫ ঘণ্টা আগে | জীবন ধারা

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

১৪ ঘণ্টা আগে | জাতীয়

খোলা পাম অয়েলের দাম কমাল সরকার
খোলা পাম অয়েলের দাম কমাল সরকার

১০ ঘণ্টা আগে | জাতীয়

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ আগস্ট)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ আগস্ট)

১৬ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

বিমানবন্দর থেকে ফেরত
বিমানবন্দর থেকে ফেরত

প্রথম পৃষ্ঠা

সাদাপাথর কেলেঙ্কারি
সাদাপাথর কেলেঙ্কারি

প্রথম পৃষ্ঠা

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের

প্রথম পৃষ্ঠা

হেমিংয়ের মাসিক বেতন ১০ লাখ টাকা
হেমিংয়ের মাসিক বেতন ১০ লাখ টাকা

মাঠে ময়দানে

দুর্নীতির অভিযোগ থাকলে ছাড় নয় উপদেষ্টাদের
দুর্নীতির অভিযোগ থাকলে ছাড় নয় উপদেষ্টাদের

প্রথম পৃষ্ঠা

রাজকাপুরকে সত্যিই ভালোবাসতেন লতা!
রাজকাপুরকে সত্যিই ভালোবাসতেন লতা!

শোবিজ

গাড়িতে দুই লাশ এখনো রহস্যে
গাড়িতে দুই লাশ এখনো রহস্যে

প্রথম পৃষ্ঠা

এবার যুবাদের সফর ইংল্যান্ডে
এবার যুবাদের সফর ইংল্যান্ডে

মাঠে ময়দানে

অঝোরে কাঁদলেন মোস্তাকিমের বাবা চাইলেন বিচার
অঝোরে কাঁদলেন মোস্তাকিমের বাবা চাইলেন বিচার

প্রথম পৃষ্ঠা

সুচিত্রা সেনের সেই পছন্দের ‘চা’
সুচিত্রা সেনের সেই পছন্দের ‘চা’

শোবিজ

খায়রুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ হাই কোর্টে
খায়রুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ হাই কোর্টে

প্রথম পৃষ্ঠা

শাবানার বাহারি রান্নার অজানা গল্প
শাবানার বাহারি রান্নার অজানা গল্প

শোবিজ

নির্বাচন পেছানোর অজুহাত কিছু দলের
নির্বাচন পেছানোর অজুহাত কিছু দলের

প্রথম পৃষ্ঠা

নতুন মুরাসে হার পুরোনো আবাহনীর
নতুন মুরাসে হার পুরোনো আবাহনীর

মাঠে ময়দানে

১৬ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় মৎস্য পদক
১৬ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় মৎস্য পদক

নগর জীবন

পিঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে
পিঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে

প্রথম পৃষ্ঠা

পেশাদার ফুটবলে এ কেমন মানসিকতা!
পেশাদার ফুটবলে এ কেমন মানসিকতা!

মাঠে ময়দানে

একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে
একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে

নগর জীবন

বেসরকারি খাতে এখনো আস্থার সংকট
বেসরকারি খাতে এখনো আস্থার সংকট

প্রথম পৃষ্ঠা

বাকি না দেওয়ায় দোকানির কানে কামড়!
বাকি না দেওয়ায় দোকানির কানে কামড়!

দেশগ্রাম

পাথর রক্ষায় পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছেন
পাথর রক্ষায় পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছেন

নগর জীবন

১২ দেশের লড়াইয়ের প্রস্তুতিতে বাংলাদেশ
১২ দেশের লড়াইয়ের প্রস্তুতিতে বাংলাদেশ

মাঠে ময়দানে

টিভিতে
টিভিতে

মাঠে ময়দানে

‘বাংলাদেশের ক্রিকেটাররা পরিশ্রমী’
‘বাংলাদেশের ক্রিকেটাররা পরিশ্রমী’

মাঠে ময়দানে

এএফসি কাপে কিংসের প্রথম হ্যাটট্রিক বার্কোসের
এএফসি কাপে কিংসের প্রথম হ্যাটট্রিক বার্কোসের

মাঠে ময়দানে

কনিষ্ঠ প্রোটিয়া সেঞ্চুরিয়ান ব্রেভিস
কনিষ্ঠ প্রোটিয়া সেঞ্চুরিয়ান ব্রেভিস

মাঠে ময়দানে

আজকের প্রশ্ন
আজকের প্রশ্ন

মাঠে ময়দানে

গোপনে কেনা হয় ২২০০ কোটি টাকার নজরদারি সরঞ্জাম
গোপনে কেনা হয় ২২০০ কোটি টাকার নজরদারি সরঞ্জাম

প্রথম পৃষ্ঠা

শেষ তিন নির্বাচনের তদন্ত চায় ৭৯ শতাংশ মানুষ
শেষ তিন নির্বাচনের তদন্ত চায় ৭৯ শতাংশ মানুষ

প্রথম পৃষ্ঠা