আমার এক ছোট ভাই বলল, ভেজাল নিয়ে যতই নেগেটিভ কথাবার্তা হোক, দেশে ভেজাল আছে বলেই আমার মতো ছেলেদের জীবন বাঁচে। নইলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। আমি বললাম, সেটা কীরকম? ছোট ভাই বলল, তাহলে ঘটনাটাই বলি। প্রেমিকার পাড়ায় গেলাম ডেটিং করার জন্য। হঠাৎ প্রেমিকার বড় ভাই আমার ওপর অ্যাটাক করলেন। অ্যাটাক করলেন বলতে অ্যাটাক করার চেষ্টা করলেন। আমি দিলাম ঝেড়ে দৌড়। তিনি তখন করলেন কী, হাতের কাছে একটা ইট পেয়েছিলেন, সেটা আমার দিকে ছুড়ে মারলেন। তো আমি যখন দেখলাম ইটটা আমার দিকে তেড়ে আসছে, আমি তো ভয়ে অজ্ঞান হওয়ার দশা। এই বুঝি শেষ। কিন্তু না, যেই ইটটা আমার গায়ে লাগল, বেশ আরাম পেলাম মনে হলো। পরে দেখলাম ইটটা ভেঙে গুঁড়ো হয়ে ঝুরঝুরে অবস্থায় পড়ে গেল। কী ব্যাপার, এমন হলো কেন? খোঁজ নিয়ে জানতে পারলাম, যে কোম্পানির ইট, তারা ভেজাল জিনিস দিয়ে ইট বানায়। আমার তখন মনে হলো কীটনাশকটাও যাতে ভেজালে ভরপুর থাকে। কারণ, প্রেমিকাকে ভয় দেখানোর জন্য, আমার প্রতি তাঁর প্রেম বাড়ানোর জন্য মাঝে মধ্যে আমাকে কীটনাশক খাওয়ার হুমকি দিতে হয়। কীটনাশকে ভেজাল আছে বলেই তো এই হুমকিটা দিই। আমার ওই ছোট ভাই, যার কথা শুরুতে বললাম, তার সঙ্গে ওই দিন আবার দেখা। কথায় কথায় সে বলল, আজকাল ফলমূলেও যে পরিমাণ ভেজাল থাকে, সত্যিই হতাশ হওয়ার মতো। তবে আশার কথা হলো, ভেজালের কারণে এক ফলের মধ্যে আরেক ফলের ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমি বললাম, এটা আবার কী রকম? ছোট ভাই বলল, না, মানে ওইদিন চালতা খুঁজতে খুঁজতে আমার জান যখন প্রায় কাবার, তখন হতাশ হয়ে বাড়ি চলে আসলাম। তখন পথে পেয়ারা পেয়েছিলাম, ভাবলাম এক কেজি কিনে নিয়ে যাই। কিনলাম। ওমা, পরে দেখি পেয়ারাতেই চালতার ফ্লেভার আছে। কী যে টক! আমি বললাম, কোনো কোনো পেয়ারায় কিন্তু আরেকটা ফলের ফ্লেভার থাকে। কোনটা জানিস? পানিফল। খেতে পানির মতো লাগে তো! লবণ মরিচ মেশালেও স্বাদ লাগে না। ওই প্রতিবেশীর আরেকটা ঘটনা দিয়ে শেষ করা যাক। কথায় কথায় তিনি বললেন, আজকাল সব খাবারে ভেজাল। কী যে করি! এ জন্য ভুঁড়ি হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, ভেজাল খাবারে পেট খারাপ হয় জানি। ভুঁড়ি হয়, তা তো জানি না। প্রতিবেশী বললেন, হয় হয়, ভুঁড়ি হয়। আসলে হয়েছে কী, চারদিকে এত ভেজাল খাবার, এ জন্য কোনটা আসল, সেটা বাছতে গিয়ে একটার পর একটা খাবার খেতেই থাকি। আর এই বেশি বেশি খাওয়ার কারণে পেটের ওপর একটু চাপ পড়ে যায় আরকি। তারপর... না, মানে এমনিতে কিন্তু আমি বেশি খাই না। ভেজালের জগতে আসল বাছতে গিয়ে একটু খাওয়া পড়ে আরকি।
শিরোনাম
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
ভেজালের জালে আটকা
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
৫৮ মিনিট আগে | জাতীয়

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
৩ ঘণ্টা আগে | জাতীয়