পটুয়াখালী-৩ আসনে নির্বাচনি লড়াই জমে উঠেছে। চলছে নৌকা বনাম ঈগল প্রতীকের প্রার্থীর মধ্যে জোর প্রচার। এ আসনটি নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর হয়ে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন দুই উপজেলার অধিকাংশ নেতা। তাই এবার নৌকাকে ছোঁ মারতে পারেন দলের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের লে. জেনারেল (অব.) আবুল হোসেন; এমনই জল্পনা ভোটারদের মধ্যে। তিনি বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সাবেক মহাপরিচালক। বর্তমান এমপি নৌকা মার্কার প্রার্থী এস এম শাহজাদা। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে বলেন, ‘গত পাঁচ বছরে কতিপয় ব্যক্তির উন্নয়ন হয়েছে। কিন্তু এলাকার যথাযথ উন্নয়ন হয়নি।’ দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন বলেন, ‘আমরা যার পক্ষে অবস্থান নিয়েছি, তিনিও আওয়ামী লীগ পরিবারের সন্তান। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা যাবে না, এমন নির্দেশনা দেয়নি দল। বরং নির্বাচন উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করা হয়েছে।’ এসব বিষয়ে নৌকার প্রার্থীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লে. জে. (অব.) আবুল হোসেন বলেন, ‘গলাচিপা-দশমিনা এ দুই উপজেলার মানুষ পরিবর্তন চায়। তারা গত পাঁচ বছর উন্নয়নবঞ্চিত। আমি দেশের জন্য যেভাবে কাজ করেছি, এখন আমার এলাকার মানুষের জন্যও কাজ করতে মাঠে নেমেছি। সবাই আমাকে সাদরে গ্রহণ করেছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
শিরোনাম
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১