রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
মেহেরপুর

মেহেরপুরে রাজনীতির মাঠ চাঙ্গা

মাহবুবুল হক পোলেন, মেহেরপুর

মেহেরপুরে রাজনীতির মাঠ চাঙ্গা

মেহেরপুরের দুটি আসনেই রাজনীতি বর্তমানে বেশ চাঙ্গা। মাঠে-ঘাটে, থেকে আলিশান ভবনেও নির্বাচনী আলোচনা।  নির্বাচনী প্রচারণাতে আওয়ামী লীগ এগিয়ে আছে। বিএনপি জনসংযোগে মাঠে না থাকলেও নেতার জন্য প্রতিটি কর্মিই নেতার ভূমিকাতে অবস্থান নিয়েছে। এবার আওয়ামী লীগ যদি দলীয় প্রার্থী নির্বাচনে কঠোর না হতে পারে তাহলে নির্বাচনে জয়লাভের জন্য বিএনপির জনসংযোগের প্রয়োজন হবে না। তৃণমূলের সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রচারণা দেখে মনে করছেন- দুটি আসনেই আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচনী লড়াইয়ে নেমেছে। অপরদিকে বিএনপি প্রচার-প্রচারণায় না থাকলেও নির্বাচন নিয়ে তাদের আগ্রহের কমতি নেই। মুজিবনগর-মেহেরপুর নিয়ে মেহেরপুর-১ আসনটি বিএনপির দুর্গ বলে পরিচিত হলেও বর্তমানে আওয়ামী লীগের এমপি ফরহাদ হোসেন দোদুলের দখলে।  তিনি জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ছহিউদ্দীন সাহেবের ছেলে। দশম জাতীয় সংসদ নির্বাচনে বাবার ইমেজে জয়লাভ করেন। ফরহাদসহ এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকে মনোনয়নপত্র তুলেছেন। অন্যদিকে এ আসনটির বিএনপি পুনরুদ্ধারে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুণ ওয়ান ইলেভেনে ছিলেন সংস্কারবাদী। সংসদ সদস্য থাকাকালে তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে দল দুভাগে ভাগ হয়ে গেলেও বিএনপিতে এ পর্যন্ত তার বিকল্প তৈরি হয়নি।  মেহেরপুর- ২ (গাংনী) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে মকবুল হোসেনের দলীয় পদ হারাতে হয়। তিনি গাংনীতে খেটে খাওয়া মানুষের নেতা। বর্তমানে দলের কোনো পদপদবি ছাড়া তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এই আসনে আওয়ামী লীগের ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সর্বশেষ খবর