সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
রাজশাহী-৫

ফিরলেন নাদিম মোস্তফা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফিরলেন নাদিম মোস্তফা

শেষ পর্যন্ত নির্বাচনে ফিরলেন রাজশাহী বিএনপির প্রভাবশালী নেতা নাদিম মোস্তফা। তিনি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে। গতকাল দুপুরের পর রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়ে রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাদিম মোস্তফাকে নিশ্চিত করা হয়। রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা টানা ১০ বছর রাজশাহী-৫ আসনের এমপি ছিলেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক এস এম আবদুল কাদের বলেন, রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে নজরুল ইসলাম প্রথমে চূড়ান্ত মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে দুপুরের পর নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে নাদিম মোস্তফাকে প্রার্থী বলে দাবি করে বিএনপি। ফলে নজরুল ম লের প্রার্থিতা বাতিল হয়ে যাচ্ছে।  এদিকে নাদিম মোস্তফা নির্বাচনে অংশ নিতে পারায় খুশি তার নির্বাচনী এলাকার কর্মী-সমর্থকদের মধ্যে। দীর্ঘদিন পর নাদিম এলাকায় ফেরায় নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। এখন সবকিছু গুছিয়ে স্থানীয় নেতা-কর্মীরা ধানের শীষের জয় নিশ্চিতে কাজ করবেন বলে জানিয়েছেন পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ।

এ নিয়ে নজরুল ইসলাম মণ্ডল কোনো প্রতিক্রিয়া না জানালেও নাদিম মোস্তফা জানিয়েছেন, দল ও জোট সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে দলের নেতা-কর্মীরা একমত। আগামীতে ধানের শীষের বিজয়ই তাদের উদ্দেশ্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর