শিরোনাম
২৪ নভেম্বর, ২০২০ ০৮:৩৪

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি ব্লিংকেন

অনলাইন ডেস্ক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি ব্লিংকেন

অ্যান্থনি ব্লিংকেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনও প্রকাশ হয়নি। হার মানতে নারাজ ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন জো বাইডেন। খবর সিএনবিসি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিংকেনের নাম জানিয়েছেন জো বাইডেন।

এদিকে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে,বাইডেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন ৫৮ বছর বয়সী কূটনীতিক অ্যান্থনি ব্লিংকেন। ওবামা আমলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন। উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন তিনি। 

ট্রাম্প প্রশাসনের দুর্বল কৌশল ও জাতীয়তাবাদী দোলাচলের চার বছর পর আমেরিকার কূটনীতি এবং বিশ্ব নেতাদের একত্রিত করার কাজ করতে হবে তাকে।


বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর