বিশ্বকাপের পাঁচটি ম্যাচের আয়োজক ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ খেলছে দুটি। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হয়েছে অনিন্দ্যসুন্দর ধর্মশালার বিশ্বকাপ মিশন। স্টেডিয়ামের সৌন্দর্য এবং উইকেট নিয়ে আলোচনা ও সমালোচনা নেই। কিন্তু আউট ফিল্ড প্রশ্নবিদ্ধ। কিছুটা উঁচু ও নিচু। এ ছাড়া ফিল্ডিংয়ে স্লাইড করার সময় মাটি উঠে যাচ্ছে। এ নিয়ে দলগুলো প্রশ্ন তুলেছে।
ইংল্যান্ডের অধিনায়ক বাটলার সংবাদ সম্মেলনে এই মাঠের আউটফিল্ডকে ‘পুওর’ বলতেও দ্বিধা করেননি, ‘হ্যাঁ আউটফিল্ড নিয়ে উদ্বেগ আছে। আমার মতে, ইটস পুওর। এজন্য আমরা কথা বলেছি। মাঠে ডাইভ দিতে সতর্ক থাকতে হবে, ফিল্ডিংয়ে বাড়তি নজর দিতে হবে। এখানকার আউটফিল্ড ডাইভ দেওয়ার জন্য আদর্শ নয় মোটেও। মাঠ দুই দলের জন্যই সমান থাকবে। আশা করছি দুই দলের কেউই অপ্রত্যাশিত ইনজুরিতে পড়বে না।’
বাংলাদেশ সময় সকাল ১১টায় সাকিব আল হাসানের বাংলাদেশ মুখোমুখি হবে জশ বাটলারের ইংল্যান্ড। দুই দলের আজ দ্বিতীয় ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ে বিশ্বকাপ শুরু করেছে সাকিব বাহিনী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ