সারাদেশে কারফিউ জারির কারণে বিপাকে ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। জেলায় ডিজেল সরবরাহ বন্ধ থাকায় জমিতে সঠিক সময়ে সেচ দিতে পারছেনা কৃষকেরা। একদিকে যেমন ডিজেল সরবরাহ বন্ধ অপরদিকে খড়ার কারণে জেলার আবাদি জমিতে দেখা দিয়েছে ফাটল। সব মিলিয়ে চিন্তিত কৃষকেরা।
সারেজমিনে গিয়ে দেখা যায়, সঠিক সময়ে জমিতে সেচ দিতে না পাড়ায় আমান ধানের ক্ষেতে ফাটল দেখা দিয়েছে। কৃষকেরা বলছেন চলমান কারফিউ এর কারণে জেলায় ডিজেল সরবরাহ বন্ধ থাকায় জমিতে পানি দিতে পারছেনা তারা। অপরদিকে খড়ার কারণে অনেকের আবাদি জমিতে দেখা দিয়েছে ফাটল।
সদর উপজেলার কৃষক জয়নাল আবেদিন বলেন, তিন বিঘা জমিতে আমন করেছি। সঠিক সময়ে পানি দিতে পারছিনা। শহরের ডিজেল সরবরাহ না থাকার কারণে এমন সমস্যা হয়েছে। আমনে এবার কি হবে আল্লাহ মাবুদ যানে।
আরেক কৃষক আনিসুল হক বলেন, একদিকে কারফিউ ডিজেল পাচ্ছি না, অপরদিকে খড়া রোদ জমিন ফাটে যাচ্ছে। কি করবো কিছু বুঝতেছিনা। এবারে আমনে ধরা খাবো হয়তো।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সিরাজুল ইসলাম বলেন, চলমান কারফিউ এর কারণে কৃষদের কিছুটা সমস্যা হয়েছে। অনেকে তাদের জমিতে স্যালো মেশিন দিয়ে সেচ দিতো কিন্তু ডিজেল না থাকার কারণে সেটা পারছেনা। অপরদিকে খড়া রোদ জমি ফাটে যাচ্ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা সব ধরণের পরামর্শ দিয়ে যাচ্ছি।
বিডি প্রতিদিন/এএ