অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করায় পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে টাঙ্গাইলের বাসাইলে কৃষি জমিতে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। জলবদ্ধতার কারণে প্রায় দুই হাজার একর জমিতে সরিষা চাষ ব্যাহত হয়েছে। শঙ্কায় রয়েছে বোরো মৌসুমের আবাদও। প্রায় দুই হাজার একর জমিতে আড়াই হাজার মেট্রিক টন ধান ও ৭৮০ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়।
জানা যায়, বাসাইল পৌরসভার আন্দিরা পাড়া এলাকায় একটি কালভার্ট ছিল। দীর্ঘ দিন পানি না হওয়াতে গত বছর এটি বন্ধ করে দেয়া হয়। গত বছর নতুন রাস্তা করা হয়। কালভার্টটি থাকলে পানির প্রবল স্রোতে নতুন রাস্তা ভেঙে যাবে এ কারণে বন্ধ করে দেয়া হয় কালভার্টটি। এছাড়াও আন্দিরাপাড়া থেকে কোম্পানি বাড়ি পর্যন্ত গত বছর অপরিকল্পিত ভাবে রাস্তা নির্মাণ করার ফলে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। বর্ষাকালে যে পানি ঢুকেছে সেই পানি বের না হওয়ার কারণে ও কালভার্ট না থাকায় এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। প্রায় দুই হাজার একর জমিতে ধানের বীজতলা ও সরিষা আবাদ করতে পারেনি চাষিরা। আগামী ১৫-২০ দিনের মধ্যে যদি পানি নিস্কাশনের ব্যবস্থা না করা হয় তাহলে বোরো আবাদেরও শস্কা রয়েছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হবে।
বাসাইল উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী বলেন, আন্দিরা পাড়া এলাকায় জলাবদ্ধতার কারণে এবছর চাষের আওতায় আসেনি। উপজেলা কৃষি বিভাগ ওই সমস্ত এলাকায় চাষের আওতায় আনার জন্য এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য এই পৌরসভায় প্রায় ৮৩০ জন কৃষককে সরিষার বীজ প্রণোদনা পুনর্বাসন হিসেবে প্রদান করেছেন। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষক যেন বোরো আবাদে ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে প্রায় ২৫০ জন কৃষককে হাইব্রিড বীজ সহযোগিতা প্রদান করা হয়েছে।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান বলেন, আমি ইতিমধ্যে জলাবদ্ধতা সম্পর্কে অবহিত। এলাকাবাসী আমার কাছে এসেছিলেন। তারা লিখিত ভাবে আবেদন করেছেন। জলবদ্ধতা বাসাইলের দীর্ঘ দিনের সমস্যা। রাস্তাসহ অন্যান্য অবকাঠামো হওয়ার কারণে জলবদ্ধতার সমস্যা প্রকট হচ্ছে। কৃষিসহ অন্যান্য কাজে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, আমার পৌরসভার প্রকৌশলী সরেজমিনে গিয়েছিল জায়গাটি পরিদর্শন করেছেন। অস্থায়ী কোনো কিছু করলে রাস্তাটির ক্ষতি হতে পারে। এ কারণে আমরা বর্তমান অর্থ বছরে এডিপির যে প্রকল্প এখান থেকে স্থায়ী কিছু করার চেষ্টা করা হবে। যাতে রাস্তারও ক্ষতি হবে না। জলবদ্ধতা নিরসন হবে। বক্স কালভার্ট করে দেওয়ার চেষ্টা করবো। জলবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে আশা করছি।
বিডি প্রতিদিন/হিমেল