শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে গ্রেফতার, মামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডে মৌন মিছিল ও নিন্দা জানান নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ।
মৌন মিছিল শেষে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে সাক্ষাৎ করে হয়রানি শিকার শেকৃবি শিক্ষার্থীদের সহযোগিতার অনুরোধ করেন।
শিক্ষক সমাজ মনে করে, শিক্ষার্থীদের হামলায় পুলিশ সদস্যদের আহত হওয়ার যে ঘটনা সাজানো হয়েছে তা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সাধারণ শিক্ষার্থীদের উপর এ ধরনের সাজানো নাটক বন্ধ করার আহবান জানান শিক্ষক সমাজ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ।
একইসাথে বিশ্ববিদ্যালয়ের এ সংকটকালীন মুহূর্তে শিক্ষার্থীরা যেন আর কোন ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকার ও প্রয়োজনে ছাত্র-ছাত্রীদের আর্থিক ও মানসিক কষ্ট লাগবের জন্য একটি বিশেষ সেল গঠনের কথা বলেন শিক্ষক সমাজ।
বিডি-প্রতিদিন/শআ