হত্যার উদ্দেশ্যে হামলা ও চাঁদাবাজির অভিযোগ এনে থানায় মামলার আবেদন দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য তুষার শেখ। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৬১ জন নেতাকর্মীর নাম রয়েছে। বৃহস্পতিবার মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা বলেন, মামলার জন্য ছাত্রদল নেতার একটি আবেদন পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্তদের তালিকায় রয়েছেন-বিশ্ববিদ্যালয় সাবেক প্রক্টর অধ্যাপক আসাবুল হক, সহকারী প্রক্টর ড. পুরনজিত মহালদার ও ড. মাহফুজুর রহমান এবং শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব, আগের কমিটির সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহসম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সাবেক-বর্তমান কমিটির ৬১ জন নেতাকর্মী।
এজাহারে উল্লেখ রয়েছে, গত ২২ মে ২০২৩ সালে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে বেলা ১২টায় বাদীকে হত্যার উদ্দেশ্যে লোহার রড, বাঁশের লাঠি, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে এবং তার মোটরসাইকেল জিম্মি রেখে ২০ হাজার টাকা চাঁদা আদায় করে এবং পরে এ ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তারা আবারও তাকে আটকিয়ে ১ লাখ টাকা আদায় করে।
এ ছাড়াও উপযুক্ত সন্ত্রাসীরা ক্যাম্পাসে নিয়মিত হলের সিট বাণিজ্য, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। এ ছাড়া তৎকালীন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ও সহাকারী প্রক্টরদের বিষয়টি অবহিত করলেও তারা উল্টো বাদীকে শাসান এবং ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করেন। ফলে তাদের দায়িত্বে অবহেলা এবং ছাত্রলীগের পক্ষপাতিত্ব করার জন্য অভিযোগপত্রে তাদেরকেও আইনের আওতায় আনার অনুরোধ জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই