চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলের ভেতরে একই স্থানে এক রাতেই তিনটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাতটা, রাত আটটা এবং রাত ১০ টায় এ দুর্ঘটনা। পরপর একই স্থানে এ তিনটি ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে টানেল কর্তৃপক্ষ।
টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে টানেলে। শুক্রবার রাতেও তিনটি দুর্ঘটনা ঘটেছে। তিনটি দুর্ঘটনায় ঘটেছে একই স্থানে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে একটি বরফবাহী ট্রাক আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল। এ সময় চাকা ফেটে ট্রাক উল্টে যায়। এতে বরফগুলো পড়ে যায় পরে ট্রাকটি সরিয়ে নিলেও বরফগলা পানি রয়ে যাওয়ায় রাত আটটায় একই স্থানে আবারও দুর্ঘটনা ঘটে। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে ধাক্কা দেয়। রাত দশটার দিকে একই স্থানে তৃতীয় দুর্ঘটনাটি ঘটে। আরও একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে টানেলের দেয়ালে ধাক্কা লেগে ডেকোরেশন বোর্ডের ক্ষতিগ্রস্ত হয়।
বিডি প্রতিদিন/এএম