বরিশালের উজিরপুরে গাছ কাটতে গিয়ে ডাল মাথার উপড়ে পড়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার হারতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ হোসেন (৩২) উজিরপুর উপজেলার দক্ষিণ হারতা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মজিবুর রহমানের ছেলে।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ বলেন, বেলা ১২টার দিকে সোহাগ হোসেন হারতা গ্রামে গাছ কাটছিল। এ সময় গাছের একটি ডাল সোহাগের মাথার উপড় পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে পাশের পিরোজপুরের নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই