ছয় ঘণ্টা ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এ কারণে শাহবাগ ও এর আশপাশের রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন মানুষ।
চাকরি স্থায়ী করার দাবিতে আজ সকাল ১০টা থেকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা এই অবরোধ শুরু করেছেন। বিকাল সাড়ে ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে। সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েকশ অবরোধকারী শাহবাগে অবস্থান করছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে আছেন।
অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দফতর, অধিদফতরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।
বিকাল ৪টার আগে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ছয়জনের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে গেছে।
কর্মচারী পরিষদের সভাপতি মাহবুবুর রহমান বলেন, আলোচনার জন্য যমুনা থেকে তাদের ডাকা হয়েছে। দাবি মেনে নেওয়া হলে তারা সরে যাবেন। আর দাবি না মানা হলে শাহবাগেই অবস্থান করবেন বলে জানান তিনি।
দুপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শাহবাগ মোড়ে আসেন। তিনি অবরোধকারীদের প্রতি সংহতি জানান। তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
অবরোধ চলাকালে শাহবাগ ও এর আশপাশের রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। অ্যাম্বুলেন্সগুলো ঘুরে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। সায়েন্স ল্যাব থেকে শাহবাগে আসার রাস্তা ও বাংলামোটর থেকে শাহবাগে আসার রাস্তা যানজটে স্থবির হয়ে গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন গণমাধ্যমকে বলেছেন, উনাদের প্রতিনিধি দল যমুনায় আলোচনা শেষে ফিরলে পুলিশ পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বিডি প্রতিদিন/আরাফাত