নেত্রকোনার কলমাকান্দা উপজেলা যুবলীগ সহসভাপতি শরীফ মাহমুদ সুমনকে ইয়াবা ও ট্যাপেন্ডাডল বড়িসহ আটক করেছে পুলিশ। উপজেলা সদরের রেন্ট্রিতলা এলাকা থেকে গতকাল আটক করা হয় তাকে। সুমন কলমাকান্দার সদর ইউনিয়নের মনতলা গ্রামের সাহেব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমন এলাকায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবারি করছেন। এর আগে ২০২১ ও ২০২৪ সালে দুইবার তাকে মাদকসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। জামিনে মুক্তি পেয়ে আবার মাদক কারবারে জড়িয়ে পড়েন তিনি।
যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম বলেন, সুমন দীর্ঘদিন ধরেই দলের কোনো কর্মকান্ডে নেই। শুনেছি সে মাদকসহ গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ওসি লুৎফুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার নামে থানায় মাদকের চারটি মামলা রয়েছে।