দাউদকান্দিতে বাড়ির সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে চাচির হাতে ভাতিজা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দশপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকালে এ হত্যাকান্ড ঘটে। নিহতের নাম সুমন। তিনি দশপাড়ার শাহজালালের ছেলে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের স্ত্রী ছালমা আক্তার জানান, বাড়ির সীমানায় গাছ লাগানো নিয়ে তার স্বামীর সঙ্গে চাচি পারুল আক্তারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমনের অ-কোষ চেপে ধরেন তিনি। এতে গুরুতর আহত হন সুমন। রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক (তদন্ত) শহীদুল্লাহ প্রধান জানান, নিহতের ছোট ভাই হাবীবুর রহমান বৃহস্পতিবার গভীর রাতে হত্যা মামলা করেছেন। সাতজনের নামোল্লেখ ও অজ্ঞাত আসামি করা হয়েছে ছয়জনকে।