দিনাজপুরের নবাবগঞ্জে ২০২২ সালে ট্রিপল মার্ডার মামলার পলাতক আসামি আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নবাবগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান মানিক (৫০), আজিজুল হক (৫৫), জামিনুর রহমান (৫০) এবং রুবেল হোসেন (২৮)। এসআই মহুবার রহমান জানান, ঢাকার পল্লবী থেকে তাদের বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার ‘বারুনী মেলা’ থেকে মোটরসাইকেলে ফেরার পথে খুন হয় রিমন ইসলাম ও তাঁর দুই বন্ধু কিবরিয়া ইসলাম এবং সাব্বির রহমান। এ ঘটনার পর রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে চলতি বছরের ২৬ আগস্ট নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আটকরা ওই মামলার আসামি।