দিনাজপুরের আত্রাই নদীর জয়ন্তীয়া ঘাটের একদিকে খানসামা অন্যদিকে বীরগঞ্জ উপজেলা। ছয় বছরেও ওই ঘাটে সেতু নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুই উপজেলার মানুষ পড়েছেন দুর্ভোগে। কাজ বন্ধ করে লাপাত্তা হয়ে গেছেন ঠিকাদার। জয়ন্তীয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর সব পিলার স্থাপন হয়েছে। পাঁচটি অংশের ঢালাই হয়েছে তিনটি স্প্যান। বাকি পিলার নদীর ওপর দাঁড়িয়ে আছে। নির্মাণকাজে ব্যবহার হওয়া কিছু সামগ্রী, মালবাহী ট্রলি ও পাহারাদারদের রুম রয়েছে। অলস সময় কাটাচ্ছেন দুজন পাহারাদার। জানা যায়, এলজিইডির ‘গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের’ আওতায় ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর বীরগঞ্জের পাল্টাপুর ইউপির মধুবনপুর ও খানসামার খামারপাড়ার চেহেলগাজী এলাকায় সেতু নির্মাণ শুরু হয়। ৪৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৪৫০ মিটার দৈর্ঘ্যরে সেতুর কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুরমা কনস্ট্রাকশন। চুক্তি অনুযায়ী ২০২১ সালের এপ্রিলে কাজ শেষ করার কথা ছিল। করোনাকালীন নির্মাণসামগ্রীর দাম বাড়ার অজুহাতে কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে দুই মেয়াদে সময় বাড়িয়ে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত কার্যাদেশ দেওয়া হয়। এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র ৫৬ শতাংশ। স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজ শেষ না হওয়ায় নদী পারাপারে জনগণের ভোগান্তি হচ্ছে। শুষ্ক মৌসুমে ভরসা কাঠের সাঁকো। আর বর্ষাকালে সবার ভরসা নৌকা। ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কৃষি অর্থনীতি। সাঁকো টোল দিয়ে পারাপার হতে হয়। ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক বলেন, সেতু না হওয়ায় এ পথে যাত্রী সংখ্যা অনেক কম। তবু জীবিকার তাগিদে অপেক্ষায় থাকতে হয়। জরুরি সময়ে রোগী নিয়ে বিপাকের বিষয়ে স্থানীয় মজিবর রহমান বলেন, এ সেতু নির্মাণ শুরুর পর খুশি হয়েছিলাম কাজটা হলে উপকার হবে। ছয় বছরেও কাজ শেষ হয়নি। ঠিকাদারের লোকজন পালিয়ে গেছেন। আমাদের ভোগান্তি শিগগিরই লাঘবের সম্ভবনা নেই। কাঁচামাল ব্যবসায়ী তোতা মিয়া বলেন, সেতুর অভাবে এ অঞ্চলের কৃষকদের পণ্য পরিবহনে বাড়তি খরচ হয়। পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছি। সেতু নির্মাণ হলে কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। খানসামার খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী বলেন, এ সেতুর অভাবে দুই অঞ্চলের মানুষকে প্রায় ১০-১৫ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, জয়ন্তীয়া ঘাটে সেতু নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। তবুও কাজের অগ্রগতি হতাশাজনক।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ