ঘন কুয়াশার কারণে সাড়ে ছয় ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ ছিল ফেরি সার্ভিস। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কুয়াশার তীব্রতা বাড়লে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাত আড়াইটা থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকে পারাপার। এতে দুর্ভোগ পোহাতে হয় নৌরুটে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই সন্ধ্যার পর পদ্মা-যমুনা নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে বাড়ে কুয়াশার ঘনত্ব। এ সময় নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায় এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতেই বৃহস্পতিবার রাত আড়াইটায় ফেরি বন্ধ করে দেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী বলেন, সাড়ে ৬ ঘণ্টা ফেরি বন্ধ ছিল। কুয়াশা কেটে গেলে শুক্রবার সকালে এ নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু করে।