স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছেন মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। গতকাল দুপুরে শিক্ষার্থীরা রাঙামাটি শহীদ মিনার চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী সামলা আফরিন অমি, তানভীর আহমেদ, চতুর্থ ব্যাচের অর্ণব চাকমা, তানভির হোসেন, তৃতীয় ব্যাচের ফেরদৌস ইউসুফ, আবদুল হাকিম প্রমুখ।